Viral News: মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর ছেলের, সেই দেখে বাবা-মা যা করলেন ভাবতে পারবেন না!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Viral News: এই ইঁদুর দৌড়ে শামিল না হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মুম্বইের এক দম্পতি। তাঁদের সন্তান মাধ্যমিকে ৩৫ শতাংশ পাওয়াতে তাঁরা শুধু খুশি না, সেই সাফল্য উদযাপনও করলেন সকলে মিলে।
মুম্বই: এখনও ভারতে, পরীক্ষার নম্বরই শেষ কথা বলে। প্রথম শ্রেণি হোক কী দ্বাদশ শ্রণি, অভিভাবকদের মধ্যে নম্বর নিয়ে হুড়োহুড়ি চোখে পড়ার মতো। কিন্তু এই ইঁদুর দৌড়ে শামিল না হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মুম্বইের এক দম্পতি। তাঁদের সন্তান মাধ্যমিকে ৩৫ শতাংশ পাওয়াতে তাঁরা শুধু খুশি না, সেই সাফল্য উদযাপনও করলেন সকলে মিলে।
ছাত্রটি মুম্বইয়ের একটি মরাঠি মিডিয়াম স্কুলের পড়ে। সদ্য প্রকাশিত বোর্ডের পরীক্ষার ফলাফলে ৩৫ শতাংশ পেয়েছে সে। ছটি বিষয়েই এক নম্বর। তাতে একবারেই বিচলিত নয় তাঁর বাবা-মা। কোনও বকাবকি, মারধর কিছুই নেই বরং তাঁকে আদর করছেন মা-বাবা। ক্যামেরার সামনে পোজও দিয়েছেন হাসিমুখে।
advertisement
advertisement
मुंबई के रहने वाले 10वीं के एक छात्र ने परीक्षा में 35% मार्क्स हासिल किए.
लेकिन उसके माता-पिता ने दुखी या नाराज होने की बजाय उसकी सफलता को सेलिब्रेट किया. pic.twitter.com/fAa6szayiF
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) June 8, 2023
আইএএস (IAS) অফিসার অবনীশ শরণ ওই পরিবারের আনন্দের মুহূর্ত ট্যুইটারে পোস্ট করে লিখেছেন, ‘মুম্বইয়ের এক দশম শ্রেণির ছাত্র পরীক্ষায় ৩৫ শতাংশ পেয়ে পাশ করেছে। তাতে দুঃখিত বা ক্ষুব্ধ হওয়ার পরিবর্তে, ওই ছাত্রের মা-বাবা ছেলের সাফল্য উদযাপন করেছেন।’
advertisement
মুম্বইের এই দম্পতির ব্যবহারে মুগ্ধ নেট দুনিয়া। একজন ব্যবহারকারী লিখেছেন, “দারুণ উদ্যোগ… অভিভাবকদের তাঁদের সন্তানদের ভাল নম্বর পাওয়ার জন্য চাপ দেওয়া উচিত নয়। তাঁদের সন্তানদের নিয়ে এরকম ইতিবাচক থাকতে হবে। মা-বাবার চাপ শিশুদের মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে।’ অন্য একজন ব্যবহারকারী বলেন, “এই ছাত্রের বাবা-মা মহান। তাঁদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যাতে আমাদের বাচ্চাদের বেশি নম্বর পেতে চাপ দেওয়া না হয়।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 12:14 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর ছেলের, সেই দেখে বাবা-মা যা করলেন ভাবতে পারবেন না!