Viral News: ‘ফ্লাইং বিস্ট’-এর বিবাহবিচ্ছেদ? ‘আমাদের মধ্যে কিছু…’, গৌরবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্ত্রী রীতু

Last Updated:

Viral News: ভাঙনের মুখে ‘ফ্লাইং বিস্ট’ গৌরব তানেজা ও রীতু রাঠির সম্পর্ক। বিচ্ছেদের গুঞ্জনে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এবার এই নিয়ে মুখ খুললেন রীতু নিজেই। তাঁদের দাম্পত্য জীবনের সুর যে কেটে গিয়েছে তা স্বীকার করে নিয়েছেন গৌরব পত্নী।

Gaurav Taneja and Ritu Rathee
Gaurav Taneja and Ritu Rathee
ভাঙনের মুখে ‘ফ্লাইং বিস্ট’ গৌরব তানেজা ও রীতু রাঠির সম্পর্ক। বিচ্ছেদের গুঞ্জনে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এবার এই নিয়ে মুখ খুললেন রীতু নিজেই। তাঁদের দাম্পত্য জীবনের সুর যে কেটে গিয়েছে তা স্বীকার করে নিয়েছেন গৌরব পত্নী। সম্পর্ক টিকিয়ে রাখাতে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ গোবিন্দের শরণাপন্ন হয়েছেন তাঁরা। পাশাপাশি রীতু জানিয়েছেন, তাঁদের এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। গৌরবকে যেন অনুরাগীরা ‘প্রতারক’ না বলেন।
প্রেমানন্দ গোবিন্দ শরনের কাছ থেকে আধ্যাত্মিক উপদেশ নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রীতু। ক্যাপশনে লিখেছেন, “এটা কী আমিই? হ্যাঁ আমি। তবে কিছু মানুষের বেঁচে থাকার জন্য মশলা দরকার হয়। তাঁরা আমার মুখের ছবি জুম করে চিৎকার করে, ওই তো, রীতুরই গলা। আমরা রীতুর সঙ্গে আছি।“পোস্টে গৌরব তানেজাকেও ট্যাগ করেছেন রীতি। লিখেছেন, “এটাই বাস্তব।’’
advertisement
advertisement
এখানেই থামেননি রীতু। তাঁদের দাম্পত্য নিয়ে কৌতূহলী ভক্ত এবং তথাকথিত শুভান্যুধায়ীদের একহাত নিয়ে তিনি বলেছেন, “আমি কি অবলা নারী? না, আমি অবলা নই। আমার বাড়িতে যে মহিলা কাজ করতে আসেন, তিনি অবলা নারী। তিনি বাড়িতে প্রতিদিন অগণিত কষ্টের সম্মুখীন হন। আমি চাই, আপনারা তাঁর বাড়িতে যান। তাঁর সমস্যার সমাধানের চেষ্টা করুন। তাঁকে বলুন, আমরা আপনার সঙ্গে আছি।’’ এরপর কিছুটা থেমে আবেগী গলায় বলেন, “সন্তানদের একা হাতে মানুষ করার ক্ষমতা আমার আছে।’’
advertisement
এর জন্য গৌরব তানেজাকেই কৃতিত্ব দিয়েছেন রীতু। তিনি বলেছেন, “আজ আমি যা হতে পেরেছি তার পিছনে গৌরবের অবদান অপরিসীম।… গত আট বছর ধরে গৌরবই আমাকে নিজের পায়ে এমনভাবে দাঁড়াতে শিখিয়েছে যাতে আমি একাই সন্তানদের লালনপালন করতে পারি।’’ তিনি প্রশ্ন তোলেন, “ভারতে কতজন পুরুষ স্ত্রীর পাশে এভাবে দাঁড়িয়েছেন?’’ এরপর রীতু জিজ্ঞেস করেছেন, “ঈশ্বরকে কখনও নিজের ব্যথা, বেদনার কথা বলেছেন? আমি বলি। এটা আমার ব্যক্তিগত বিষয়।’’
advertisement
রীতুর কথায়, “পিতামাতা, বন্ধুবান্ধব হোক কিংবা স্বামী-স্ত্রী, সব সম্পর্কেই ওঠাপড়া থাকে। এটা স্বাভাবিক। যাইহোক, এটা আমার ব্যক্তিগত বিষয়। যদি এটাকে আমি হাটের মাঝে নিয়ে যেতে চাইতাম, তাহলে ইনস্টাগ্রামে এই নিয়ে আলোচনা করতাম। অনেক বিষয় নিয়েই নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। আমাদের মধ্যেও হয়েছে। আমি ভেবেছি আমি ঠিক। গৌরব ভেবেছে, ও ঠিক। তার মানে এই নয়, আপনারা গৌরবকে অসম্মান করবেন। ওঁর মতো মানুষ খুব কম হয়।’’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ‘ফ্লাইং বিস্ট’-এর বিবাহবিচ্ছেদ? ‘আমাদের মধ্যে কিছু…’, গৌরবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্ত্রী রীতু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement