Viral News: রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে খেয়ে আরামে ঘুম! কোথায় পাবেন এমন অভিনব সুবিধা, জেনে নিন

Last Updated:

Viral News: রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার পর সকলেরই একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে। কাঠফাটা গরমে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ থেকে বেরোতেও কষ্ট হয় ক্রেতাদের।

রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে খেয়ে আরামে ঘুম!
রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে খেয়ে আরামে ঘুম!
রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার পর সকলেরই একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে। কাঠফাটা গরমে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ থেকে বেরোতেও কষ্ট হয় ক্রেতাদের। এ বার ক্রেতাদের কথা ভেবে খাওয়ার পর ঘুমানোর ব‍্যবস্থা করল এক রেস্তোরাঁ। জর্ডানের রাজধানী আম্মানের একটি রেস্তোরাঁ অতিথিদের দেশের জাতীয় খাবার মানসাফের খাওয়ার পর ঘুমানোর সুযোগ দিচ্ছে।
গরম আবহাওয়াতে উচ্চ চর্বিযুক্ত মানসাফ খাওয়ার কারণে সকলের তন্দ্রা ভাব আসে। স্পষ্টতই, খাবারটি খেলে এতটাই ঘুম পায় যে লোকেরা সাধারণত এটি বাড়িতে খেতে পছন্দ করে যাতে তাঁরা খাওয়ার পর ঘুমাতে পারে।
advertisement
advertisement
জর্ডানের রাজধানী আম্মানের এই রেস্তোরাঁটি মনসাফ পরিবেশনের জন্য বিখ‍্যাত। জর্ডানের দক্ষিণের শহর কারাকের প্রাচীন রাজ্য মোয়াবের নামানুসারে এই খাবারের নামকরণ করা হয়েছে। ‘নাও দিস নিউজের’ ট‍্যুইটারে শেয়ার করা রেস্তোরাঁর একটি ভিডিওয় দেখা যাচ্ছে, রেস্তোরাঁর অতিথিরা খাওয়াদাওয়ার পর আলাদা জায়গাতে ঘুমোচ্ছেন৷
advertisement
আরব নিউজের সঙ্গে একটি সাক্ষা‍ৎকারে, মুসাব মুবেইদিন, রেস্তোরাঁর মালিকের ছেলে বলেছেন, একেবারেই রসিকতার ছলে শুরু হয়েছিল মনসাফ খাওয়ার পর রেস্তোরাঁয় ঘুমানোর নিয়মটা।
তিনি বলেন যে, মানসাফ আসলে একটি চর্বিযুক্ত খাবার যা পাঠা বা ভেঁড়ার মাংস, চাল এবং ঘি দিয়ে রান্না করা হয়। এই খাবারটি খাওয়ার পর বহু মানুষ ক্লান্ত হয়ে পড়েন এবং তাঁদের ঘুম পায়, তাই পরে ভাবনা চিন্তা করে তাঁরা আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত ঘর তৈরি করেছেন ঘুমোনো জন‍্য।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে খেয়ে আরামে ঘুম! কোথায় পাবেন এমন অভিনব সুবিধা, জেনে নিন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement