Viral News: 'পার্স রইল, আসছি একটু', ৯০০০ টাকার খাবার খেয়ে রেস্টুরেন্টের স্টাফদের ধোকা দম্পতির!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: কর্মীদের ঘুম ভাঙে অনেক দেরিতে৷ দীর্ঘক্ষণ ওই মহিলার জন্য অপেক্ষা করার পর স্টাফরা মেয়েটির পার্স খুলে দেখেন ভিতরে কী আছে। রীতিমতো হতবাক হয়ে যান সবাই৷ কারণ পার্সটি সম্পূর্ণ খালি ছিল।
advertisement
এডিনবার্গ: রেস্টুরেন্টে যেতে হলে সবসময় বাজেট মাথায় রাখা উচিত। অনেক সময় মানুষ সেখানকার পরিবেশ এবং স্বাদে এত ডুবে যায় যে বাজেটের তুলনায় বিল অনেক বেশি হয়ে যায়। সাধারণত যারা ভদ্র হয়ে থাকেন তাঁরা পুরো বিল পরিশোধ করেন, কিন্তু কিছু মানুষ এই সুযোগ নেন। কেউ কেউ চালাকির চেষ্টাও করেন। যাতে বিল না দিয়েই সেখান থেকে পালিয়ে যাওয়া যায়। এমনই একটি দম্পতির মুখোমুখি হলেন হোটেলের কর্মীরা। পুরোটা জানলে আপনার হাসিই পাবে।
advertisement
অনেকে রেস্টুরেন্টে এসে অদ্ভুত অজুহাত দিতে থাকেন। কেউ নিজেদের বিল কমানোর চেষ্টা করেন, আবার কিছু মানুষ পুরোপুরি ঠকানোর চেষ্টায় থাকে। তেমনই এক ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে। এক কাপল রীতিমতো বোকা বানালেন রেস্তোরার স্টাফদের।
La Dolce Vita রেস্টুরেন্টে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এখানে এক দম্পতি এসে প্রায় ৯০০০ টাকার বেশি খাবার খেয়ে বেরিয়ে যায়। রেস্টুরেন্ট জানিয়েছে, সেই কাপল নাকি ৮৭০০ টাকার বেশি খেয়েছে। খাবার শেষ হলে হোটেলের স্টাফদের বলেন, একটু ধূমপান করেই তারা ফিরবে ৷ বাইরে যাওয়ার আগে মহিলা নিজের পার্সটি টেবিলের উপর রেখে দেন৷ স্বাভাবিকভাবেই রেস্টুরেন্টের স্টাফদের মনে হয়নি, পার্স রেখে এভাবে সে পালিয়ে যেতে পারে৷
advertisement
আরও পড়ুন : টাটা পরিবারের একমাত্র ব্যক্তি যিনি রাজনীতিতে এসেছিলেন, ছিলেন সাংসদ, গান্ধীর সঙ্গে ছিল ভয়ঙ্কর দ্বন্দ্ব!
কর্মীদের ঘুম ভাঙে অনেক দেরিতে৷ দীর্ঘক্ষণ ওই মহিলার জন্য অপেক্ষা করার পর স্টাফরা মেয়েটির পার্স খুলে দেখেন ভিতরে কী আছে। রীতিমতো হতবাক হয়ে যান তারা৷ কারণ পার্সটি সম্পূর্ণ খালি ছিল, এবং দম্পতি তাদের ঠকিয়ে চলে গিয়েছে।
advertisement
কী কী খেয়েছেন সেই দম্পতি? জানা গিয়েছে স্টার্টার, তিনটি মেন কোর্স এবং দুটি ডেজার্ট খেয়ে পালিয়ে যায় সেই দম্পতি৷ আর কর্মীরা তাদের ফেরার অপেক্ষা করেই গিয়েছেন। বর্তমানে দম্পতির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 5:22 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: 'পার্স রইল, আসছি একটু', ৯০০০ টাকার খাবার খেয়ে রেস্টুরেন্টের স্টাফদের ধোকা দম্পতির!