Viral News: 'পার্স রইল, আসছি একটু', ৯০০০ টাকার খাবার খেয়ে রেস্টুরেন্টের স্টাফদের ধোকা দম্পতির!

Last Updated:

Viral News: কর্মীদের ঘুম ভাঙে অনেক দেরিতে৷ দীর্ঘক্ষণ ওই মহিলার জন্য অপেক্ষা করার পর স্টাফরা মেয়েটির পার্স খুলে দেখেন ভিতরে কী আছে। রীতিমতো হতবাক হয়ে যান সবাই৷ কারণ পার্সটি সম্পূর্ণ খালি ছিল।

কয়েক হাজার টাকার খাবার খেয়ে পালালো দম্পতি
কয়েক হাজার টাকার খাবার খেয়ে পালালো দম্পতি
advertisement
এডিনবার্গ: রেস্টুরেন্টে যেতে হলে সবসময় বাজেট মাথায় রাখা উচিত। অনেক সময় মানুষ সেখানকার পরিবেশ এবং স্বাদে এত ডুবে যায় যে বাজেটের তুলনায় বিল অনেক বেশি হয়ে যায়। সাধারণত যারা ভদ্র হয়ে থাকেন তাঁরা পুরো বিল পরিশোধ করেন, কিন্তু কিছু মানুষ এই সুযোগ নেন। কেউ কেউ চালাকির চেষ্টাও করেন। যাতে বিল না দিয়েই সেখান থেকে পালিয়ে যাওয়া যায়। এমনই একটি দম্পতির মুখোমুখি হলেন হোটেলের কর্মীরা। পুরোটা জানলে আপনার হাসিই পাবে।
advertisement
অনেকে রেস্টুরেন্টে এসে অদ্ভুত অজুহাত দিতে থাকেন। কেউ নিজেদের বিল কমানোর চেষ্টা করেন, আবার কিছু মানুষ পুরোপুরি ঠকানোর চেষ্টায় থাকে। তেমনই এক ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে।  এক কাপল রীতিমতো বোকা বানালেন রেস্তোরার স্টাফদের।
La Dolce Vita রেস্টুরেন্টে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এখানে এক দম্পতি এসে প্রায় ৯০০০ টাকার বেশি খাবার খেয়ে বেরিয়ে যায়। রেস্টুরেন্ট জানিয়েছে, সেই কাপল নাকি ৮৭০০ টাকার বেশি খেয়েছে। খাবার শেষ হলে হোটেলের স্টাফদের বলেন, একটু ধূমপান করেই তারা ফিরবে ৷ বাইরে যাওয়ার আগে মহিলা নিজের পার্সটি টেবিলের উপর রেখে দেন৷ স্বাভাবিকভাবেই রেস্টুরেন্টের স্টাফদের মনে হয়নি, পার্স রেখে এভাবে সে পালিয়ে যেতে পারে৷
advertisement
কর্মীদের ঘুম ভাঙে অনেক দেরিতে৷ দীর্ঘক্ষণ ওই মহিলার জন্য অপেক্ষা করার পর স্টাফরা মেয়েটির পার্স খুলে দেখেন ভিতরে কী আছে। রীতিমতো হতবাক হয়ে যান তারা৷ কারণ পার্সটি সম্পূর্ণ খালি ছিল, এবং দম্পতি তাদের ঠকিয়ে চলে গিয়েছে।
advertisement
কী কী খেয়েছেন সেই দম্পতি? জানা গিয়েছে স্টার্টার, তিনটি মেন কোর্স এবং দুটি ডেজার্ট খেয়ে পালিয়ে যায় সেই দম্পতি৷  আর কর্মীরা তাদের ফেরার অপেক্ষা করেই গিয়েছেন। বর্তমানে দম্পতির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: 'পার্স রইল, আসছি একটু', ৯০০০ টাকার খাবার খেয়ে রেস্টুরেন্টের স্টাফদের ধোকা দম্পতির!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement