Viral Love Story: আলাপ ফেসবুকে, ভালবাসার টানে আমেরিকা থেকে পাকিস্তানে এসে বয়সে ১৬ বছরের ছোট প্রেমিককে বিয়ে করে ঘর বাঁধলেন মধ্যবয়সি বিদেশিনী

Last Updated:

Viral Love Story:পাকিস্তান এবং এর মানুষকে দেখে অভিভূত মাইন্ডি৷ বলেছেন, ‘‘পাকিস্তান খুব সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ৷’’ আমেরিকায় তাঁর বাবা, দিদি এবং ছোট ভাইও খুশি এই বিয়েতে, জানিয়েছেন বিদেশিনী পাক বধূ৷

বছর খানেক আগে ৩১ বছরের সাজিদ জেব খানের সঙ্গে ফেসবুকে আলাপ হয় ৪৭ বছরের মাইন্ডির
বছর খানেক আগে ৩১ বছরের সাজিদ জেব খানের সঙ্গে ফেসবুকে আলাপ হয় ৪৭ বছরের মাইন্ডির
ইসলামাবাদ : দেশের কাঁটাতারের বাধা মানে না প্রেম৷ সে কথা আরও একবার প্রমাণ করলেন মাইন্ডি রাসমুসেন৷ আদতে আমেরিকার ইলিনয়ের বাসিন্দা ৪৭ বছর বয়সি এই মহিলা ভালবাসার টানে পাড়ি দিয়েছেন পাকিস্তান৷ নিজের থেকে বয়সে ১৬ বছরের ছোট প্রেমিককে ভালবেসে ঘর বেঁধেছেন পাক মুলুকেই৷ পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’-এর এই খবর এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
প্রসঙ্গত বছর খানেক আগে ৩১ বছরের সাজিদ জেব খানের সঙ্গে ফেসবুকে আলাপ হয় ৪৭ বছরের মাইন্ডির৷ ক্রমশ ফেসবুকীয় আলাপ পৌঁছয় প্রেমে৷ চলতে থাকে অনলাইন চ্যাটের পর চ্যাট এবং লম্বা ভিডিও কল৷ কয়েক মাস পর সাজিদকে প্রেমের প্রস্তাব দেন মাইন্ডি৷ দুই পরিবারের সম্মতি মেলার পর মাইন্ডি আমেরিকা থেকে উড়ে যান পাকিস্তানে৷ প্রেমে বিয়ের শিলমোহর দিতে৷
advertisement
৯০ দিনের ভিসা নিয়ে চলতি মাসের গোড়ায় পাকিস্তানে পৌঁছন মাইন্ডি৷ ইসলামাবাদ বিমানবন্দরে ফুল হাতে তাঁর জন্য অপেক্ষা করছিলেন সাজিদ৷ সম্প্রতি ধর্মান্তরিত হওয়ার পর মাইন্ডির নতুন নাম জুলেখা৷ ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়ার দিরে সাজিদের পারিবারিক বাড়িতে পৌঁছেছেন মাইন্ডি৷ স্থানীয় বাসিন্দারা সাদর অভ্যর্থনা জানান প্রেমিক যুগলকে৷ প্রচলিত প্রাচীন রীতিনীতি পালন করে মাইন্ডি ওরফে জুলেখাকে নিকাহ করেছেন সাজিদ৷
advertisement
advertisement
আরও পড়ুন : রবীন্দ্রনাথের চণ্ডালিকায় ‘আঁধি’ সিনেমার ‘তেরে বিনা জিন্দগী সে’ গানের সঙ্গে নাচ! ডান্স বাংলা ডান্স-এ কেন নীরব মমতাশঙ্কর? ট্রোলিং বিদ্ধ শিল্পী অবশেষে মুখ খুললেন…
পাকিস্তান এবং এর মানুষকে দেখে অভিভূত মাইন্ডি৷ বলেছেন, ‘‘পাকিস্তান খুব সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ৷’’ আমেরিকায় তাঁর বাবা, দিদি এবং ছোট ভাইও খুশি এই বিয়েতে, জানিয়েছেন বিদেশিনী পাক বধূ৷ উচ্ছ্বসিত হয়ে তাঁরা বাড়িয়ে দিয়েছেন সমর্থন ও ভরসার হাত৷ স্বামী সাজিদকে নিয়েও গর্বিত মাইন্ডি৷ তাঁর বিনয়ী ভাবমূর্তি তাঁকে মুগ্ধ করেছে৷
advertisement
সাজিদের কথায়, ‘‘জুলেখা স্বাধীন নারী৷ ধর্মান্তকরণ, বিয়ে-সহ নিজের সব সিদ্ধান্ত নিজেই নিয়েছে৷’’ জুলেখা বলেছেন, ‘‘আমি সকলকে বলব পাকিস্তানে বেড়াতে এসে এখান সমৃদ্ধ সংস্কৃতি, উষ্ণ আতিথেয়তা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে৷’’
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Love Story: আলাপ ফেসবুকে, ভালবাসার টানে আমেরিকা থেকে পাকিস্তানে এসে বয়সে ১৬ বছরের ছোট প্রেমিককে বিয়ে করে ঘর বাঁধলেন মধ্যবয়সি বিদেশিনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement