Viral Image: আমের মধ্যে লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া! আপনি দেখতে পাচ্ছেন?

Last Updated:

Viral Image: ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি পাঁকা আম। আর তার মধ্যেই লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া পাখি।

আমের মধ্যে লুকিয়ে টিয়া
আমের মধ্যে লুকিয়ে টিয়া
#অপটিক্যাল ইলিউশন: সোশ্যাল মিডিয়া এমন এক আজব দুনিয়া যেখানে কী যে কখন ভাইরাল হয়ে যায় বলা মুশকিল। এই মাধ্যমে মাঝেমধ্যেই তুমুলভাবে ‘ভাইরাল’ হয়ে যায় নানা ধরনের হালকা বা চটুল পোস্ট। ‘কাঁচা বাদাম’ থেকে 'মানিকে মাগে হিথে' সবেতেই অবাধ যাতায়াত নেটমাধ্যমের ব্যবহারকারীদের (Viral Image)। তবে মজার মজার ভিডিও, বিয়েবাড়ির ছল-চাতুরি ছাড়াও কখনও কখনও আবার হরেক ধরনের ধাঁধাতেও মেতে ওঠেন নেটাগরিকরা। সেই তালিকায় নবতম সংযোজন হল একটি টিয়া পাখি ও আমের ছবির ধাঁধা।
ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি পাঁকা আম। আর তার মধ্যেই লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া পাখি। লালচে সবুজ আমগুলির মধ্যে একবারের দেখায় একেবারেই ধরা যায় না টিয়াটিকে (Viral Image)। কারণ আর কিছুই নয়, টিয়া পাখিটির রং (Spot The Parrot Hiding in Mangoes) অবিকল আমগুলির মতোই। এমনকি, আকারের দিক থেকেও আমের মতোই ছোট টিয়াটি।
advertisement
advertisement
মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রয়েছে টিয়াটি (Spot The Parrot Hiding in Mangoes)। তাই পাখিটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে বেশ মনোযোগ সহকারে বেশ কয়েকবার। আর যাঁরা হাজার খুঁজেও দেখতে পাচ্ছেন না টিয়া পাখিটি, তাঁদের জন্য দেওয়া রইল উত্তরটি।
advertisement
খুঁজে নিন টিয়াকে... খুঁজে নিন টিয়াকে...
উপরের এই ছবিতেই বলে দেওয়া হয়েছে ঠিক কোথায় কী ভাবে লুকিয়ে আছে টিয়া পাখিটি (Spot The Parrot Hiding in Mangoes)।
advertisement
আপনি চাইলে এই ধাঁধাটি দিয়ে আপনার বন্ধু-বান্ধবদের দৃষ্টি ও মনোসংযোগ পরীক্ষা করে দেখতে পারেন নির্দ্বিধায় (Viral Image)। দেখুন তাঁদের মধ্যে কারা এক নজরে দিয়ে ফেলেন উত্তর। তারাই হবেন নেটমাধ্যমদের জিনিয়াস।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Image: আমের মধ্যে লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া! আপনি দেখতে পাচ্ছেন?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement