Viral: উত্তরপ্রদেশে বাইকের নম্বর প্লেটে নম্বর নয়, যা লিখল ৩ যুবক, পড়ে মাথা ঘুরে গেল নেটিজেনদের

Last Updated:

উত্তরপ্রদেশের ৩ যুবক বাইকের নম্বর প্লেটে লিখে রেখেছে 'বোল দেনা পাল সাহাব আয়া থা'

#উত্তর প্রদেশ: 'বোল দেনা পাল সাহাব আয়া থা', বাংলায় বললে দাঁড়ায়, 'বলে দিও পাল সাহেব এসেছিল'... এরকম লেখা একটা লাইন যদি সোশ্যাল মিডিয়া, হাল ফ্যাশনের টি-শার্ট বা কফি মাগে দেখেন, ভাববেন বেশ দম আছে! শিল্পীর তারিফ করবেন! নিজে একখানা অর্ডারও করতে পারেন! কিন্তু ভাবুন তো, যদি এই লেখাটাই কেউ লেখে গাড়ির নম্বর প্লেটে (Viral) ! হেঁচকি উঠল তো? ভাবছেন এ আবার কী আবোল তাবোল কথা? কিন্তু কোনও কথার নয় নয়, বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে! উত্তরপ্রদেশের ৩ যুবক এমন কীর্তিই করেছেন, বাইকের নম্বর প্লেটে লিখে রেখেছে 'বোল দেনা পাল সাহাব আয়া থা' (Funny line on motorcycle number plate)... বলা বাহুল্য, এই ঘটনার পর ৩ জনেরই ঠিকানা হয়েছে পুলিশ লক-আপে!
আমাদের দেশের গাড়ি, বাইক কিংবা ট্রাকের বডিতে নানা ফিল্মের ডায়ালগ, মজার কোটেশন লেখা থাকে! কিন্তু নম্বর প্লেট নিয়ে কেউ ঘাটাঘাটি করে না! কিন্তু উত্তরপ্রদেশের ৩ যুবক এই কাণ্ডটাই ঘটিয়ে ফেললেন! রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মী একটি বাইক পাকড়াও করলেন, যেখানে নম্বর প্লেটের জায়গায় লেখা ' বোল দেনা পাল সাহাব আয়া থা' (Funny line on motorcycle number plate)! আরোহী ৩ যুবক! ভাবুন তবে! গাড়ির নম্বর প্লেট, যেটা গাড়ির সরকারি রেজিস্ট্রেশন নম্বর, সেখানে কী না নম্বরের পরিবর্তে লেখা, ' বলে দেবেন পাল সাহেব এসেছিল (Viral)!'
advertisement
advertisement
পুলিশের এসপি অভিষেক বর্মা গোটা ঘটনাটি জানিয়ে ট্যুইট করেছেন! জানিয়েছেন, ৩ যুবককেই গ্রেফতার করা হয়েছে! আপাতত তারা লক-আপে দিন কাটাচ্ছে! তাদের ছবিও শেয়ার করেন অভিষেক বর্মা!
advertisement
ইউপি পুলিশের ট্যুইটার হ্যান্ডেলেও এই দমফাটা হাসির ঘটনা শেয়ার করা হয়েছে।বাইক-সহ ৩ যুবকের ছবি পোস্ট করে ঠাট্টা করে ক্যাপশনে লেখা হয়েছে, '' মেয় পল দো পল কা রাইডার হু, পল দো পল মেরি কাহানি হ্যায়।'
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: উত্তরপ্রদেশে বাইকের নম্বর প্লেটে নম্বর নয়, যা লিখল ৩ যুবক, পড়ে মাথা ঘুরে গেল নেটিজেনদের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement