Viral: উত্তরপ্রদেশে বাইকের নম্বর প্লেটে নম্বর নয়, যা লিখল ৩ যুবক, পড়ে মাথা ঘুরে গেল নেটিজেনদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
উত্তরপ্রদেশের ৩ যুবক বাইকের নম্বর প্লেটে লিখে রেখেছে 'বোল দেনা পাল সাহাব আয়া থা'
#উত্তর প্রদেশ: 'বোল দেনা পাল সাহাব আয়া থা', বাংলায় বললে দাঁড়ায়, 'বলে দিও পাল সাহেব এসেছিল'... এরকম লেখা একটা লাইন যদি সোশ্যাল মিডিয়া, হাল ফ্যাশনের টি-শার্ট বা কফি মাগে দেখেন, ভাববেন বেশ দম আছে! শিল্পীর তারিফ করবেন! নিজে একখানা অর্ডারও করতে পারেন! কিন্তু ভাবুন তো, যদি এই লেখাটাই কেউ লেখে গাড়ির নম্বর প্লেটে (Viral) ! হেঁচকি উঠল তো? ভাবছেন এ আবার কী আবোল তাবোল কথা? কিন্তু কোনও কথার নয় নয়, বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে! উত্তরপ্রদেশের ৩ যুবক এমন কীর্তিই করেছেন, বাইকের নম্বর প্লেটে লিখে রেখেছে 'বোল দেনা পাল সাহাব আয়া থা' (Funny line on motorcycle number plate)... বলা বাহুল্য, এই ঘটনার পর ৩ জনেরই ঠিকানা হয়েছে পুলিশ লক-আপে!
আমাদের দেশের গাড়ি, বাইক কিংবা ট্রাকের বডিতে নানা ফিল্মের ডায়ালগ, মজার কোটেশন লেখা থাকে! কিন্তু নম্বর প্লেট নিয়ে কেউ ঘাটাঘাটি করে না! কিন্তু উত্তরপ্রদেশের ৩ যুবক এই কাণ্ডটাই ঘটিয়ে ফেললেন! রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মী একটি বাইক পাকড়াও করলেন, যেখানে নম্বর প্লেটের জায়গায় লেখা ' বোল দেনা পাল সাহাব আয়া থা' (Funny line on motorcycle number plate)! আরোহী ৩ যুবক! ভাবুন তবে! গাড়ির নম্বর প্লেট, যেটা গাড়ির সরকারি রেজিস্ট্রেশন নম্বর, সেখানে কী না নম্বরের পরিবর্তে লেখা, ' বলে দেবেন পাল সাহেব এসেছিল (Viral)!'
advertisement
advertisement
পুলিশের এসপি অভিষেক বর্মা গোটা ঘটনাটি জানিয়ে ট্যুইট করেছেন! জানিয়েছেন, ৩ যুবককেই গ্রেফতার করা হয়েছে! আপাতত তারা লক-আপে দিন কাটাচ্ছে! তাদের ছবিও শেয়ার করেন অভিষেক বর্মা!
मैं ‘पाल’ दो ‘पाल’ का राइडर हूँ ‘पाल’ दो ‘पाल’ मेरी कहानी है ‘पाल’ दो ‘पाल’ मेरी हस्ती है ‘पाल दो पाल’ मेरी जवानी है आप ‘पाल’ साहब को कौन सा गाना डेडिकेट करना चाहेंगे?#तीनतिगाड़ाकामबिगाड़ा #बुरानामानोहोलीहै pic.twitter.com/q4ZZFCvrtk
— UP POLICE (@Uppolice) March 16, 2022
advertisement
ইউপি পুলিশের ট্যুইটার হ্যান্ডেলেও এই দমফাটা হাসির ঘটনা শেয়ার করা হয়েছে।বাইক-সহ ৩ যুবকের ছবি পোস্ট করে ঠাট্টা করে ক্যাপশনে লেখা হয়েছে, '' মেয় পল দো পল কা রাইডার হু, পল দো পল মেরি কাহানি হ্যায়।'
Location :
First Published :
March 17, 2022 8:57 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: উত্তরপ্রদেশে বাইকের নম্বর প্লেটে নম্বর নয়, যা লিখল ৩ যুবক, পড়ে মাথা ঘুরে গেল নেটিজেনদের