Viral: বাড়ির বাগানে ওটা কী! দেখে মৃত্যুভয় চোখেমুখে, তারপরের ঘটনা না দেখলে বিশ্বাস করবেন না
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral: ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি তার বাড়ির বাগানে এক ব্যক্তি ছুটির দিনে লাউঞ্জ চেয়ারে বসে নিজের মনে মোবাইল ঘাটছেন। তখনও তিনি বুঝতে পারেননি বিপদ তার বাড়িতে প্রবেশ করে গিয়েছে। দেখুন ভাইরাল ভিডিও।
মাঝে মধ্যেই আমাদের সকলের জীবনেই বিপদ এমনভাবে আচমকা অতর্কিতে চলে আসে যে বুঝে ওঠার সময়টুকুও পাওয়া যায় না। সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে দেখলে পালানোর ক্ষমতা পর্যন্ত থাকে না। কিন্তু অনেক সময়ই বিপদ একেবারে কাছে এসেও কেটে যায়। আর কেটে যাওয়ার পর স্বস্তির নিশ্বাস। তখন নিজেকেই নিজের বলা,'এ যাত্রায় বেঁচে গেলাম ভাই'। অনেকটা তেমনই ঘটনা ঘটল এই ব্যক্তির সঙ্গে। যেই ভিডিও এখনও ভাইরাল নেট দুনিয়ায়।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বন্যপ্রাণী সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন। আসলে, অনেকেই বন্য প্রাণীদের মজাদার ভিডিও এবং তাদের সাথে সম্পর্কিত অনেক গভীর তথ্য বা রহস্য দেখতে এবং জানতে পছন্দ করে। এই কারণেই নেটিজেনরা প্রায়শই ইন্টারনেটে এমন ভিডিওগুলি সন্ধান করে। এই ভিডিও অনেকটা তেমনই। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি তার বাড়ির বাগানে এক ব্যক্তি ছুটির দিনে লাউঞ্জ চেয়ারে বসে নিজের মনে মোবাইল ঘাটছেন। তখনও তিনি বুঝতে পারেননি বিপদ তার বাড়িতে প্রবেশ করে গিয়েছে।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ ওই ব্যক্তির বাড়ির বাগানে এক বিশালার ভাল্লুকের আগমন। গুটি গুটি পায়ে ভাল্লুকটি তার সামনে চলে আসে। হঠাৎ ওই ব্যক্তির নজরে আসে তার সামনে ভাল্লুক। হঠাৎ ভাল্লুক এল কোথা থেকে তা বুঝেই উঠতে পারছেন না ওই ব্যক্তি। চমকে ওঠায় ভাল্লুকটি দেখে ফেলে তাকে। তখন মানুষ-ভাল্লুকে চোখাচোখি। ওই ব্যক্তির চোখেমুখে তখন মৃত্যুভয়। ভাবছেন এই বুঝিয়ে ঝাপিয়ে পড়ল তার গায়ে। ভবলীলা সাঙ্গ হল।
advertisement
advertisement
Asheville, NC pic.twitter.com/4lRKRnuX54
— Chad Baker (@ChadBlue83) April 14, 2023
এর পরের ঘটনা যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য। ওই ব্যক্তি যখন মৃত্যুভয়ে উঠে পালানোর সাহসটুকুও পাচ্ছেন না। তখন ভাল্লুকটি তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে উল্টে নিজেই পালিয়ে যায়। তারও হয়তো এই ব্যক্তিকে দেখে একই অবস্থা হয়েছিল। এই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। মানুষকে ভয় পেয়ে ভাল্লুকের এমন পালানোর ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 11:13 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: বাড়ির বাগানে ওটা কী! দেখে মৃত্যুভয় চোখেমুখে, তারপরের ঘটনা না দেখলে বিশ্বাস করবেন না