পৃথিবীর সব থেকে দামি উল এটি! একটা সোয়েটার কিনতে ঘটি-বাটি বিক্রি হয়ে যাবে

Last Updated:

Vikuna wool: কেন এত দাম এই উলের তৈরি পোশাকের? জেনে আপনিও অবাক হয়ে যাবেন।

#নয়াদিল্লি: ঠাণ্ডা থেকে বাঁচতে আমরা সবাই উলের পোশাক পরি। প্রচণ্ড শীতে উলের তৈরি সোয়েটার, মাফলার ও মোজার চাহিদা বেড়ে যায়। তবে এখন অনেকে স্টাইলিশ জ্যাকেট পরেন। ফলে উলের বাজার কিছুটা হলেও আগের থেকে মার খেয়েছে।
আচ্ছা উলের তৈরি একটি মাফলারের জন্য সর্বোচ্চ কত খরচ হতে পারে?  সম্ভবত আপনার উত্তর কয়েক হাজার টাকা পর্যন্ত হবে। তবে, আপনি জেনে অবাক হবেন, এমন একটি উলও রয়েছে, যার তৈরি একটি মাফলারের দাম ৫.৭৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন- ফুচকাকে আর কী বলা হয়? ১০টি না হোক ৮টি নাম বলতে পারলে আপনার general knowledge তুখোড়
এটি বিশ্বের সবচেয়ে দামি উল। ভিকুনা উলের তৈরি মাত্র এক জোড়া মোজা পাওয়া যাচ্ছে ৮০ হাজার টাকায়। আর হ্যাঁ, এই উল ভেড়া বা ছাগল থেকে নয়, পেরুতে পাওয়া ভিকুনা নামক প্রাণীর শরীরে গজাযনো পশম থেকে তৈরি হয়।
advertisement
advertisement
লামা, যা দেখতে বামন উটের মতো, ভিকুনার আত্মীয়। এই প্রাণী পেরুর আন্দিজ পর্বতমালায় পাওয়া যায়। এদের উচ্চতা প্রায় তিন ফিট। ভিকুনা বিশ্বের বিপন্ন প্রাণীদের ক্যাটাগরিতে পড়ে।
মাত্র ২ লাখ ভিকুনা অবশিষ্ট রয়েছে দুনিয়ায়। তাদের থেকে প্রাপ্ত পশম খুব নরম, সূক্ষ্ম এবং আরামদায়ক। এই কারণেই ভারতের কাশ্মীরি পশমিনা ছাগল থেকে প্রাপ্ত পশমের চেয়ে ভিকুনা উল অনেক বেশি দাম। ভিকুনা উলের দাম প্রতি কেজি ৫০,০০০ টাকা। যেখানে পশমিনার উল পাওয়া যাচ্ছে প্রতি কেজি প্রায় ৬,৬০০ টাকায়।
advertisement
এত দামী কেন?
ভিকুনা উল ব্যয়বহুল হওয়ার অনেক কারণ রয়েছে। প্রথম কারণ এর গুণমান। ভিকুনা উল বিশ্বের সেরা প্রাকৃতিকভাবে উত্থিত ফাইবারগুলির মধ্যে একটি। একটি ভিকুনা ফাইবার প্রায় ১২ মাইক্রন বা এক মিলিমিটারের ১২ হাজার ভাগ পরিমাপ করে। এই কারণেই এটি অবিশ্বাস্য নরম। ভিকুনা উল খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়।
advertisement
ছাঁটাইয়ের পরে আবার বৃদ্ধি পেতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে এই পশম। একটি ভিকুনা থেকে মাত্র ৫০০ গ্রাম পশম পাওয়া যায়। এটি এই উলটিকে খুব বিরল এবং মূল্যবান করে তোলে। ভিকুনা খুব গরম। এটি থেকে তৈরি পোশাক বিশ্বের শীতলতম অঞ্চলেও ঠান্ডা থেকে রক্ষা করে। ভিকুনা উল কাশ্মীরি পশমিনার তুলনায় ১০ শতাংশ হালকা এবং হাইপোঅ্যালার্জেনিক।
advertisement
ইতালীয় কোম্পানি লোরো পিয়ানা বিশ্বব্যাপী অনলাইনে ভিকুনা উলের তৈরি পোশাক বিক্রি করে। লোরো পিয়ানার ওয়েবসাইট অনুযায়ী, ভিকুনা উল থেকে কোম্পানির তৈরি শার্টের দাম ৪.২৩ লাখ টাকা। একই সঙ্গে এটি থেকে তৈরি কোটের মূল্য ১১ লাখ ৪৪ হাজার টাকা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পৃথিবীর সব থেকে দামি উল এটি! একটা সোয়েটার কিনতে ঘটি-বাটি বিক্রি হয়ে যাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement