Snake Facts: সাপে কামড়ানোর পরে সাপটিকে ধরে হাসপাতাল নিয়ে গেলে কি কোনও কাজ হয়? 'বিরাট' খবর দিল বিজ্ঞানমঞ্চ

Last Updated:

কৃষ্ণচন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানিয়েছেন, প্রতি বছর বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারান শুধুমাত্র ভুল ধারণা ও সময়মত চিকিৎসা না পাওয়ার কারণে।

+
ধরা

ধরা হয়েছে সাপ

মথুরাপুর: বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব। সুন্দরবন এলাকায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও সামনে আসছে। অনেকসময় দেখা গিয়েছে সাপে কামড়ানোর পর সাপ ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তার দরকার নেই বলে জানাচ্ছে বিজ্ঞান মঞ্চ।
সম্প্রতি মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞানমঞ্চের উদ্যোগে সাপের কামড় ও প্রতিকার এবং কুসংস্কার দূর করতে একটি আলোচনা সভা হয়। এই সভার পর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, “সাপে কামড়ানোর পর একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া। ওঝার কাছে নয় বা অন্য কোথাও নয়। সাপ ধরতে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। সাপে কামড়ালে প্রথম কাজ হওয়া উচিত রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। সাপ ধরার চেষ্টা নয়, ঝাড়ফুঁক নয়,  বাড়িতে চিকিৎসার চেষ্টা নয়।”
advertisement
কৃষ্ণচন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানিয়েছেন, প্রতি বছর বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারান শুধুমাত্র ভুল ধারণা ও সময়মত চিকিৎসা না পাওয়ার কারণে। অথচ অধিকাংশ ক্ষেত্রেই জীবন রক্ষা সম্ভব যদি রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় ও যথাসময়ে অ্যান্টিভেনাম সিরাম দেওয়া যায়। বিজ্ঞান মঞ্চের কর্মীরা এ নিয়ে গ্রামাঞ্চল, স্কুল, ক্লাব, এবং মেলা-প্রাঙ্গণে ক্যাম্প করে সাধারণ মানুষকে বোঝাবেন যে সাপ ধরতে গিয়ে বা কোন জাতের সাপ তা বোঝার চেষ্টা করতে গিয়ে সময় নষ্ট করলে বিপদ আরও বাড়ে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Facts: সাপে কামড়ানোর পরে সাপটিকে ধরে হাসপাতাল নিয়ে গেলে কি কোনও কাজ হয়? 'বিরাট' খবর দিল বিজ্ঞানমঞ্চ
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement