পুলিশকে জেলে ঢোকাল পুলিশই! এমন ঘটনা এদেশে আগে হয়নি!

Last Updated:

Viral Video : কেবল "ভুঁয়ো খবর"। মনে হচ্ছিল মরে যাচ্ছি। কিন্তু এরপরই বেরিয়ে আসে সিসিটিভি ফুটেজ।

#পাটনা: বিহারের নওয়াদা শহরে একজন পুলিশ কর্মকর্তা তাঁর দলের কাজে অসন্তুষ্ট হওয়ার পরে পাঁচজন জুনিয়রকে লকআপে আটকে রেখেছিলেন। তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। কিন্তু একটি ভাইরাল ভিডিও এখন সব প্রশ্নের উত্তর দিচ্ছে।
বিহার পুলিশ অ্যাসোসিয়েশন, একটি স্টাফ ইউনিয়ন যার জেলা ইউনিট রয়েছে, ৮সেপ্টেম্বরের ঘটনার জন্য পুলিশ সুপারিনটেনডেন্ট গৌরব মঙ্গলার বিরুদ্ধে তদন্তের দাবি করেছে৷ সিকিউরিটি ক্যামেরার ফুটেজে পাঁচজন পুলিশকে দেখা যাচ্ছে, সাব-ইন্সপেক্টর শত্রুঘ্ন পাসওয়ান এবং রামরেখা সিং, এএসআই সন্তোষ পাসওয়ান, সঞ্জয় সিং এবং রামেশ্বর উরাওন। নাভাদা নগর থানায় লকআপের ভিতরে তাঁরা। দুই ঘণ্টা পর মধ্যরাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
এলাকা পুলিশের প্রধান এসপি মংলা বলেন, এ ধরনের কিছুই ঘটেনি। স্টেশন ইনচার্জ ইন্সপেক্টর বিজয় কুমার সিং তাঁর বসের সঙ্গে একমত হন। তবে সূত্র জানায়, মামলা পর্যালোচনা করতে ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে থানায় আসেন এসপি। তিনি কিছু অফিসারের অবহেলা দেখতে পান। হঠাৎ রেগে যান তিনি। তাঁদের লকআপে রাখার নির্দেশ দেন। কিসের অবহেলা তা জানায়নি সূত্র, এ বিষয়ে এসপিও কিছু বলেননি।
advertisement
"তাঁদের লক আপ" ইভেন্টের - কোনও ভিডিও এখনও দেখা যায়নি তবে তা পরের দিন হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছিল। এসপি বলেছিলেন যে এটি কেবল "ভুঁয়ো খবর"। মনে হচ্ছিল মরে যাচ্ছি। কিন্তু এরপরই বেরিয়ে আসে সিসিটিভি ফুটেজ।
advertisement
বিহার পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার সিং বলেন, তিনি এসপির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তাঁর ফোন ধরেননি। তিনি এ ঘটনার তদন্ত দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দেন। তিনি আশঙ্কাও প্রকাশ করেছিলেন যে সিসিটিভিতে এসপি, যিনি এলাকার পুলিশের প্রধান, অবিলম্বে তাঁর বিরুদ্ধে এফআইআর করা উঠিৎ। মৃত্যুঞ্জয় কুমার সিং আরও বলেছেন, "তার কর্মকাণ্ড জুনিয়র অফিসারদের নিরাশ করেছে।"
advertisement
এদিকে বিহারের মুখ্য সচিব অধস্তনদের সঙ্গে খারাপ আচরণ করার জন্য "চরম পদক্ষেপ" অবলম্বন করতে পারেন। সমস্ত সিনিয়র অফিসারদের নির্দেশ জারি করেছেন তিনি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পুলিশকে জেলে ঢোকাল পুলিশই! এমন ঘটনা এদেশে আগে হয়নি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement