'মান্ধাতা আমল' কি জানেন ? কে এই মান্ধাতা ! পুরুষের পেট থেকে জন্ম হয়েছিল তাঁর

Last Updated:

দুধ খাওয়ার জন্য কাঁদলে ইন্দ্র নিজের আঙুল মুখে ধরে মান্ধাতার। জন্ম থেকে দুধ খাওয়ানো সব কিছুই করেন পুরুষরা।

#কলকাতা: আমরা মাঝে মধ্যেই কথা বলার সময় বা পুরনো কিছুকে বোঝাতে মান্ধাতা আমল কথাটা ব্যবহার করি। কিন্তু কী এই মান্ধাতা ? কেনই বা পুরনো কিছু বোঝাতে মান্ধাতা আমল শব্দটা ব্যবহার করি ! অতি ব্যবহারে মান্ধাতা শব্দটা অনেকটা চলতি বাংলার মতো হয়ে গেছে। কিছু অপছন্দ বা পুরনো মনে হলেই আমরা বলি এসব মান্ধাতা আমলের কথা। তবে মান্ধাতা কিন্তু বাস্তবে ছিলেন। এমনটাই উল্ল্যেখ পাওয়া যায় মহাভারতের বনপর্ব, দ্রোণপর্ব এবং শান্তিপর্বে।
এখন প্রশ্ন হল কে এই মান্ধাতা ? মহাভারতে রয়েছে এর ব্যাখা। রাজা যুবনাশ্ব তখন অযোধ্যার রাজা। তিনি ইক্ষ্বাকু বংশের রাজা। কিন্তু রাজার কোনও সন্তান ছিল না। সন্তান লাভের জন্য অনেক কিছু করেন এই রাজা। এমনকি অশ্বমেধ যজ্ঞও করেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না দেখে। রাজা মন কষ্টে জঙ্গলে চলে যান। সেখানে গিয়ে তিনি তপস্যা শুরু করেন সন্তান লাভের জন্য। একসময় রাজার খুব জল তেষ্টা পায়। তখন তিনি চ্যবন ঋষির আশ্রমে যান। কিন্তু তাঁকে জল দেওয়ার মতো আশ্রমে কেউ ছিল না। যজ্ঞবেদীর উপর রাখা একটি জল ভর্তি কলস দেখে সেই জলই যুবনাশ্ব পান করে নেন। এর পর ঋষি আশ্রমে ফিরে সব দেখে রেগে যান। ঋষি জানান রাজাকে যে এই জল তাঁর স্ত্রীয়ের জন্য ছিল। এই জল খেলে তাঁর স্ত্রী সন্তান লাভ করতেন। কিন্তু জল যখন রাজা খেয়েছেন তখন ফল তো পেতেই হবে। অতএব রানির বদলে রাজাই হলেন গর্ভবতী।
advertisement
এরপর রাজার বাম দিকের পেট কেটে বার করা হয় সন্তানকে। পুত্র সন্তান লাভ করেন রাজা। এই ছলের নাম রাখেন মান্ধাতা। এই শিশুকে দেখতে আসেন দেবরাজ ইন্দ্র।  দুধ খাওয়ার জন্য কাঁদলে ইন্দ্র নিজের আঙুল মুখে ধরে মান্ধাতার। জন্ম থেকে দুধ খাওয়ানো সব কিছুই করেন পুরুষরা। অবাক হতে হয় কত বছর আগে মহাভারতে এই আশ্চর্য গল্পের কথা লেখা আছে। পুরুষদের সন্তান ধারণ করার কথা আজ ভাবছে পৃথিবী। আর সে সময় নাকি এমনটাই হয়েছিল। এই মান্ধাতা মাত্র ১২ বছরেই বিশাল শরীর লাভ করেছিল। যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। যে মান্ধাতাকে আমরা মাঝে মধ্যেই টেনে আনি। সে সত্যিই ছিল। আর তাঁর রাজত্বকালও ছিল। অতএব মান্ধাতা আমল শুধু কথার কথা নয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'মান্ধাতা আমল' কি জানেন ? কে এই মান্ধাতা ! পুরুষের পেট থেকে জন্ম হয়েছিল তাঁর
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement