ন্যাশনাল পার্কের একটি বিল্ডিংয়ে দুটি গন্ডারের আগমন ! এমন অবাক কাণ্ডের ভিডিও ভাইরাল

Last Updated:

নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কে একটি বিল্ডিংয়ে দুটি গন্ডারের ঢুকে পড়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) অফিসার সুশান্ত নন্দা এই ভিডিওটি টুইটারে শেয়ার করেন।

বন্যপ্রাণীরা বনে সুন্দর , ছোট থেকেই আমরা এই কথাটি শুনে আসছি। কিন্তু বন্যপ্রাণী যদি কারো বিল্ডিংয়ে ঢুকে যায় তাহলে কি হবে সেটা ভেবেছেন কখনও ? এখানে কিন্তু ঘটনাটি খানিকটা এইরকম। নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কে একটি বিল্ডিংয়ে দুটি গন্ডারের ঢুকে পড়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) অফিসার সুশান্ত নন্দা এই ভিডিওটি টুইটারে শেয়ার করেন।
ব্যাপারটা সত্যি খুব আশ্চর্য্যের। আমরা বন্যপ্রাণীদের সাধারণত চিড়িয়াখানা কিংবা জঙ্গল সাফারি তে কাছ থেকে দেখতে পায় । তাই বিল্ডিংয়ে হঠাৎ দুটো গণ্ডারকে দেখে সেখানে উপস্থিত লোকেদের ঘাম ছুটে গেছিল। ওই বিল্ডিংয়ের একটি ঘরের ভিতর থেকে একজন ব্যক্তিকে ওই মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করতে দেখা যায়। ভিডিওশুট করার সময় তিনি বলে ওঠেন "ওহ মাই গড।" পোস্টের ক্যাপশনে, IFS অফিসার লিখেছেন, "আপনি হয়ত আগে 'ঘরে হাতি' দেখেছেন... এখানে চিতওয়ান ন্যাশনাল পার্কের একটি ঘরে আরেকটি মেগা তৃণভোজী প্রাণীকে দেখতে পাবেন ।"
advertisement
এই ভিডিওটি শেয়ার করার কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ৪৮,০০০ ভিউস এবং ২০০০ এর বেশি লাইক অর্জন করেছে ৷
advertisement
কিছু টুইটার ব্যবহারকারী নিজেরদের মন্তব্য পোস্ট করেছেন। একজন ব্যক্তি লিখেছেন "মনে হচ্ছে কেউ আবার জুমানজির পাশা ঘুরিয়েছে। " অপর ইউসার কমেন্ট করেছেন , "এই দৃশ্যটি আমাকে জুমানজির কথা মনে করিয়ে দেয়।"
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ন্যাশনাল পার্কের একটি বিল্ডিংয়ে দুটি গন্ডারের আগমন ! এমন অবাক কাণ্ডের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement