Viral: ওটা কী! ২০ বছর ধরে আটকে ছিল নাকে, যা বার হল... বাবা গো! দেখে শিউরে উঠেছেন চিকিৎসকেরাও
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কিন্তু আসল বিষয় যে এই, তা কে জানত! চিনের এই ঘটনা অবাক করেছে গোটা বিশ্ববাসীকে।
বেজিং: সময়টা প্রায় ২০ বছর। নাকে একটা সমস্যা হচ্ছিল। হাঁচি, নাক দিয়ে জল পড়া, এসব তো চলছিলই। প্রথমে মনে হচ্ছিল বোধ হয় ঠান্ডা লেগেছে। কিন্তু আসল বিষয় যে এই, তা কে জানত! চিনের এই ঘটনা অবাক করেছে গোটা বিশ্ববাসীকে।
Xiaoma নামের এই ব্যক্তিপ্রায় এক মাস ধরে দীর্ঘস্থায়ী হাঁচি, নাক বন্ধ এবং ক্রমাগত সর্দিতে ভুগছিলেন। পুরনো টোটকায় যখন কাজ হল না ওই চিনা যুবক পৌঁছলেন হাসপাতালে। নাকের এন্ডোস্কোপি হল। আর তাতেই তাঁরা দেখতে পান নাকের নালিতে কিছু একটা রয়েছে। নাকে একটা অপারেশন করতে হয়। অপারেশন করার পর যা বেরিয়ে আসে তা দেখে হতবাক হয়ে যান চিকিৎসকেরা।
advertisement
advertisement
প্রথম চেষ্টা ব্যর্থ হলে তিনি জিয়ান গাওক্সিন হাসপাতালে যান, যেখানে ডাক্তাররা তাকে অ্যালার্জিক রাইনাইটিস নির্ণয় করেন। রিপোর্টে অস্বাভাবিক কিছু আসে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাকের এন্ডোস্কোপির সময়ে ডাক্তাররা একটি ছোট, সাদা বস্তু দেখতে পান। দেখা যায় একটি লুডো খেলার ছক্কা। যা ২ সেন্টিমিটারের মত বড়ো। তার গায়ে শরীর থেকে নির্গত ফ্লুইড লেগে রয়েছে।
advertisement
চিকিৎসকেরা পরীক্ষা করে এটাও জানতে পারেন যে ডাইসটি যুবকের বয়স যখন ৩-৪ তখনই তা নাকে প্রবেশ করেছিল। তবে কীভাবে ওই ডাইস বা ছক্কা নাকে প্রবেশ করেছিল তা অবশ্য এখনও জানা যায়নি।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 01, 2024 1:31 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: ওটা কী! ২০ বছর ধরে আটকে ছিল নাকে, যা বার হল... বাবা গো! দেখে শিউরে উঠেছেন চিকিৎসকেরাও