সাপের 'টার্গেট' এখন এই মেয়ে! এক বছর ধরে খুঁজে খুঁজে কামড়াচ্ছে! বিরাট আজব ঘটনা

Last Updated:

Snake bite- এদিকে, রোশনির বাবা দলপত জানিয়েছেন, ২০১৯ সালে প্রথম মেয়ের এই অভিজ্ঞতা শুরু হয়। মাঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত সাপটিকে পায়ে মাড়িয়ে ফেলেছিলেন রোশনি। তার পর থেকেই বিপত্তি। রোশনীকে তখন প্রথমবার কামড়ায় সাপ।

News18
News18
গাজিয়াবাদ: অদ্ভুত এক ঘটনা। এক বছর ধরে একটি মেয়েকে সাপ কামড়াচ্ছে বারবার!
উত্তরপ্রদেশের মহোবার পঞ্চমপুরা গ্রামে ঘটছে এই রহস্যময় ঘটনা। জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে ওই এলাকার ১৯ বছরের এক তরুণীকে কামড়াচ্ছে একটি কালো রঙের সাপ। একটিই সাপ নাকি পাঁচ বছর ধরে ওই তরুণীকেই কামড়াচ্ছে! জানা গিয়েছে, ১৯ বছরের রোশনিকে গত পাঁচ বছরে ১১ বার কামড়েছে একটি কালো সাপ। আবারও সাপটির কামড়ে গুরুতর অসুস্থ হয়ে রোশনি বর্তমানে ঝাঁসি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
advertisement
আরও পড়়ুন- বরের বয়স ১০০, কনের ১০২! প্রথমবার ডেটে গিয়েই…, শেষে করলেন বিয়ে, তারপর যা হল…
এদিকে, রোশনির বাবা দলপত জানিয়েছেন, ২০১৯ সালে প্রথম মেয়ের এই অভিজ্ঞতা শুরু হয়। মাঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত সাপটিকে পায়ে মাড়িয়ে ফেলেছিলেন রোশনি। তার পর থেকেই বিপত্তি। রোশনীকে তখন প্রথমবার কামড়ায় সাপ। তার পর সাপটিকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এর পর থেকে সেটি তাঁকে তাড়া করতে শুরু করে।
advertisement
advertisement
রোশনি আত্মীয়দের বাড়িতে গেলেও সাপটি তাঁকে কামড়াতে ছাড়েনি। প্রতিবার কামড়ানোর পর রোশনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচাতে সক্ষম হন। গত শুক্রবার আবারও সাপটি কামড়ায় রোশনিকে। প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তার পরে অবস্থার অবনতি হলে রোশনিকে ঝাঁসি মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
আরও পড়ুন- GK: ভয়ঙ্কর কাণ্ড! মুখ খুলতেই বেরিয়ে এল ২৫ হাজার দাঁত, বলুন তো কার?
সাপের কামড় থেকে মেয়েকে বাঁচাতে দলপত স্থানীয় তান্ত্রিক ও পুরোহিতদের পরামর্শও নিয়েছেন। তবে কোনওভাবেই সাপটির আক্রমণ বন্ধ হয়নি। এমন এক অস্বাভাবিক ঘটনার কোনও বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক সমাধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আতঙ্কে দিন কাটাচ্ছে রোশনির পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সাপের 'টার্গেট' এখন এই মেয়ে! এক বছর ধরে খুঁজে খুঁজে কামড়াচ্ছে! বিরাট আজব ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement