চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা! প্ল্যাটফর্মে ঘষটাতে ঘষটাতে নিয়ে গেল ট্রেন... তার পর? ভয়ানক ভিডিও ভাইরাল!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
জাসিডিহ-পাটনা রেল সেকশনের মধ্যে কিউল রেলওয়ে স্টেশনে একটি দুর্ঘটনা ঘটে সম্প্রতি। যেখানে একজন ব্যক্তি ট্রেনের গেটে আটকে পড়েন উঠতে গিয়ে পা পিছলে ভয়ানক কাণ্ড হয়!
জামুই: রেল ভ্রমণ যেমন আরামদায়ক, তেমনই কখনও কখনও আতঙ্কের কারণ। জাসিডিহ-পাটনা রেল সেকশনের মধ্যে কিউল রেলওয়ে স্টেশনে একটি দুর্ঘটনা ঘটে সম্প্রতি। যেখানে একজন ব্যক্তি ট্রেনের গেটে আটকে পড়েন উঠতে গিয়ে পা পিছলে ভয়ানক কাণ্ড হয়! ট্রেন ছেড়ে দিয়েছে তখন। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ধীরে ধীরে গতি বাড়ছে। এই সময় ওই ব্যক্তি ছুটছিলেন, একসময় ঝাঁপ দিয়ে পড়লেন ট্রেনের দরজায়। স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা তাঁকে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু তখন সেখানে উপস্থিত এক জিআরপি জওয়ান এমন কিছু করেছিলেন, যার পরে সে দিনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
At #Kiul Station, Constable Suraj Singh of #RPSF 8th Battalion ensured a passenger was pulled to safety when he slipped while attempting to board a moving train.
His alertness saved not just a life, but a family from irreparable loss.
#MissionJeevanRaksha @rpfecr @rpsfhq… pic.twitter.com/TErMSeQ269— RPF INDIA (@RPF_INDIA) December 12, 2024
advertisement
advertisement
কিউল রেলওয়ে স্টেশনের সেই ভিডিওতে দেখা যায় একজন যুবক ট্রেনের বগি থেকে ঝুলছেন এবং ট্রেন চলছে তাঁকে সেভাবে নিয়েই। সূত্রের খবর, ট্রেন নম্বর 12367 আনন্দ বিহার-বিক্রমশিলা এক্সপ্রেস এসে কিউল রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। কিউল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়তে শুরু করলে এক যুবক ছুটে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে থাকেন। ট্রেনে ওঠার সময় তাঁর পা পিছলে পড়ে এবং তিনি ট্রেনের দরজার হাতলে ঝুলে থাকেন। ভিডিও দেখে শিউরে অঠেন সবাই। সামনেও প্ল্যাটফর্মে চলে শোরগোল। প্রমাদ গুনছেন সবাই।
advertisement
আরও পড়ুন-কিডনি ‘fail’-এর সংকেত! ‘এই’ লক্ষণগুলো শরীরে এলেই সতর্ক হন, ফেলে রাখলেই সব শেষ…!
সেই সময় ওই যুবকের প্রাণ বাঁচান আরপিএফ জওয়ান। এই সময় কিউল রেলস্টেশনের আরপিএফ জওয়ান সুরজ সিং তাঁকে দেখেন এবং সুরজ সিং নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই যুবককে ট্রেন থেকে টেনে নামিয়ে নেন। যুবককে বাঁচাতে ঝাঁপিয়ে পরে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন কনস্টেবল। এরপর ট্রেন থেকে হাত ছাড়ানো যায় এবং যুবকের জীবন রক্ষা পায়।
advertisement
আরও পড়ুন- সস্তার এই ‘পাতা’র হাজার গুণ! মোমের মতো চর্বি গলে, পালায় ক্যানসার! দূরে থাকে ‘স্ট্রেস’
কনস্টেবল জানান, যে তিনি ডিউটিতে ছিলেন এবং তিনি দেখেছিলেন যে এক যুবক চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। পরে তিনি বেগতিক দেখে লাফ দিয়ে প্রাণ বাঁচান। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলা হচ্ছে ভিডিওটি পুরনো।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2024 11:11 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা! প্ল্যাটফর্মে ঘষটাতে ঘষটাতে নিয়ে গেল ট্রেন... তার পর? ভয়ানক ভিডিও ভাইরাল!