শীতের ছুটিতে বেড়াতে যেতে চান ? জেনে নিন ভারতের কিছু অফবিট ডেস্টিনেশন
- Published by:Brototi Nandy
Last Updated:
শান্ত সুন্দর কেরালা থেকে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা মধ্যপ্রদেশ ভারতে ঘুরতে যাওয়ার এমন অনেক সুন্দর জায়গা রয়েছে। top offbeat location
দেখতে দেখতে শীত এসে গেল , পরিবার , পরিজন, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য সেরা সময় এই শীতকাল। কারো কারো কাছে শীতের ছুটি মানে গরম কম্বলের ভিতরে লম্বা ঘুম দেওয়া , কারো কাছে আবার ছুটি মানেই দলবল বেঁধে ঘুরতে বেরিয়ে পড়া। শীতকাল বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত এবং আরামদায়ক সময়, এই সময় ক্লান্তিও কম লাগে তাই বেড়ানো যায় অনেক বেশি। শান্ত সুন্দর কেরালা থেকে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা মধ্যপ্রদেশ ভারতে ঘুরতে যাওয়ার এমন অনেক সুন্দর জায়গা রয়েছে।
এখানে কয়েকটি সুন্দর জায়গার খোঁজ দেওয়া হলো, চলুন জানা যাক -
ওরছা, মধ্যপ্রদেশ :
এই সুন্দর ঐতিহাসিক শহরটি মধ্যপ্রদেশের বেতোয়া নদীর তীরে অবস্থিত। ১৫০১ সালে বুন্দেলা রাজপূত প্রধান এই শহরটি স্থাপন করেছিলেন। চোখ ধাঁধানো প্রাসাদ , সূক্ষাতিসূক্ষভাবে খচিত মন্দিরের অপুরূপ স্থাপত্যের জন্য এই শহরকে প্রাসাদের শহর বলা হয়। পরবর্তীকালে এটি বুলন্দ শহরের রাজধানী হিসাবে পরিচিতি পেয়েছে। এখানকার জনপ্রিয় কিছু দেখার জায়গা যেমন রাম রাজা মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির এবং জাহাঙ্গীর মহলের সৌন্দর্য্য একেবারেই মিস করা যাবে না। তাই প্রস্তুতি নেওয়া শুরু করে দিন।
advertisement
advertisement
কচ্ছ, গুজরাট :
একদিকে মরুভূমি , অন্যদিকে সমুদ্র সৈকত , সঙ্গে মন্ত্রমুগ্ধ করা পরিবেশ, মন্দিরে ঘন্টার আওয়াজ , আর সুস্বাদু খাবারের সুগন্ধ সবই একসাথে উপভোগ করতে চাইলে অবশ্যই এই শীতে গুজরাটের কচ্ছ ঘুরে আসুন। অনেক দূর অবধি বিস্তৃত হোয়াইট সল্ট ডেজার্ট , আর খোলা আকাশের নিচে বসে চাঁদের আলোর দিকে চেয়ে থাকা আপনাকে সবকিছু ভুলিয়ে দেবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই দুই মাস এখানে রণ উৎসব পালিত হয়। এটাই হলো সবকিছুর আকর্ষণের মূল কেন্দ্র। সারা দুনিয়া থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করে এই মেলার অভিজ্ঞতাকে উপভোগ করতে। এই রণ উৎসবে এখানে পর্যটকদের জিন্য ক্যাম্প বসানো হয় এবং তাদের বিনোদনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
মুন্নার, কেরালা :
আপনি কি প্রকৃতিকে ভালোবাসেন ? তবে অবশ্যই ঘুরে আসুন প্রকতির কোলে বেড়ে ওঠা দক্ষিণ ভারতের সুন্দর শহর মুন্নার। এখানকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চা বাগান ,একে বেঁকে চলা রাস্তা ,সবুজে ঘেরা অরণ্য ,অদ্ভুত সব গাছের সারি ,ছোট নদীর কলকল শব্দ ,মন চঞ্চল করা দুধ সাদা জলপ্রপাত , আর ব্রিটিশদের সময়কার সুসজ্জিত রিসোর্টস আপনার মনকে নাড়া দেবে সে ব্যাপারে কোন সন্দেহ নেয়। তাই শীতের ছুটিতে এই চা বাগানা কিছুদিনের জন্য হারিয়ে ফেলুন নিজেকে আর প্রানভরে উপভোগ করুন এখানকার মনমোহিত করা প্রাকৃতিক সৌন্দর্য্য .সেজন্য কোথায় বলে মুন্নার না ঘুরলে কেরালা ভ্রমণ সম্পূর্ণ হয়না।
advertisement
হাম্পি, কর্ণাটক :
আপনি কি ইতিহাসকে পড়তে এবং জানতে ভালোবাসেন ? তবে আপনার এই ইচ্ছাকে পূর্ণ করতে একবার হাম্পি অবশ্যই ঘুরে আসুন। হাম্পি শহর কর্ণাটকের পাহাড় এবং উপত্যকার মধ্যে অবস্থিত একটি প্রাচীন ধ্বংসাবশেষের শহর। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই ইতিহাসের বহু কাহিনী বহন করে চলা এই শহরটিকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে। আপনারা যারা শহরের ভিড়ভাট্টা থেকে দূরে শান্তিতে কিছুদিন ছুটি কাটাতে চান , তাদের কাছে এর থেকে আদর্শ জায়গা আর কিছু হতে পারে না। হাম্পিতে প্রায় ৫০০টি ঐতিহাসিক স্থাপনা, অত্যাশ্চর্য মন্দির ,স্তম্ভ , দুর্গ , স্মৃতিসৌধ এবং আকর্ষণীয় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যাবে যা আপনাকে যা নতুন করে ইতিহাসকে জানতে এবং বুঝতে শেখাবে।
advertisement
নাগাল্যান্ড :
প্রতিদিনের একঘেয়েমি জীবনযাত্রা , সারাদিনের ব্যস্ততায় যদি হাপিয়ে উঠে থাকেন তবে নিজের মুড কে ভালো করতে ঘুরে আসুন নাগাল্যান্ড, প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা অপূর্ব এক পাহাড়ি শহর। "উৎসবের দেশ" হিসাবে পরিচিত এই শহরেই হর্নবিল উৎসবটি ১০ দিন ধরে পালিত হয় যা সেখানকার ট্রাইবাল লোকেদের লাইফস্টাইল এবং ইন্টারকালচারাল সম্প্রীতিকে তুলে ধরে। তাছাড়া এই উৎসব তারা সেখানকার স্থানীয় সুস্বাদু খাবার, জ্বেলেরই , পোশাক , এমনকি ট্রাডিশনাল লোকনৃত্যকেও সবার সামনে তুলে ধরে। তাই দেশের বিভিন্ন কোন থেকে লোকেরা আসে এমনকি বিদেশীরাও এখানে এসে ভিড় জমায় এই হর্নবিল উৎসবে সামিল হতে। অল্প ঠান্ডায় পর্যটকরা এখানে ঘুরতে যেতে পারেন,কারো এই সময় নাগাল্যান্ডের পরিবেশ মনোমুগ্ধকর হয়ে ওঠে।
advertisement
মালশেজ ঘাট, মহারাষ্ট্র :
শহরের কোলাহল থেকে দূরে মহারাষ্ট্রের পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত এই মালশেজ ঘাট প্রকৃতিপ্রেমীদের জন্য খুব প্রিয় হিল স্টেশন। চারিদিকে জলপ্রপাত ,সুন্দর লেক ,অদ্ভুত সব গাছপালা এবং বন্যপ্রাণীতে ভরা এখানকার প্রাকৃতিক দৃশ্য মনের কোন দাগ কেটে যায়।হাইকার এবং ট্রেকারদের জন্য জায়গাটি খুবই আদর্শ। তাছাড়া কাছেপিঠে দুর্গে ট্রেকিং করা , বিভিন্ন মন্দির দর্শন আপনার মন ভালো করে দেবে। শীতকালে জায়গাটি ঘরের জন্য নিঃসন্দেহে ভালো তবে বর্ষাকালে জায়গাটির রূপ ফুলেফেঁপে ওঠে। তাই ছুটি কাটাবার জন্য বেরিয়ে মালশেজ ঘাটের উদ্দেশ্যে আর ভরপুর আনন্দ উপভোগ করুন।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Location :
First Published :
December 08, 2022 6:02 PM IST