Wrong Number Call: দমকল দফতরে ফোন করে মোবাইল রিচার্জ করে দেওয়ার বায়না! তারপর যা হল...

Last Updated:

টোল ফ্রি নম্বর এখন বিড়ম্বনা! "ফোন রিচার্জ করুন, বাসের টাইম বলুন"! হয়রানি দমকল দফতরে

+
title=

উত্তর দিনাজপুর: দমকলকেন্দ্রে ফোন করে কারও আবদার মোবাইলে রিচার্জ শেষ একটু করে দেবেন প্লিজ! আবার কারো আবদার “ফোনে নেটওয়ার্ক নেই” নিত্যদিন এই ধরনের বিভিন্ন ফেক কল নিয়ে সমস্যায় পড়ছেন দমকল বাহিনীর কর্মীরা।
প্রায়ই ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসছে নানান রঙ্গরসিকতা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দমকল কেন্দ্রে এমন ধরনের ফোন কল আসায় বিভ্রান্তিতে পড়ছেন দমকল বাহিনীর কর্মীরা।দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে প্রতিদিন ভুয়ো কল আসায় বিরক্ত হয়ে উঠছেন দমকল কর্মীরা। ফলে, আপৎকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা।
advertisement
advertisement
দমকল কেন্দ্রের এক আধিকারিক জানান ,দমকলের টোল ফ্রি নম্বর ১০১ ও দফতরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে, তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে।কখনো-কখনো শুনতে হচ্ছে নানান অশ্লীল গালিগালাজও।
advertisement
এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছেন দমকলকর্মী থেকে আধিকারিকরা।দমকল কর্মীরা জানান তারা সর্বদা সতর্ক ও সজাগ কোন আপদ বিপদ ঘটলে তারা সব সময় তৈরি। তবে তারা এও বলছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত ঘটছে।দমকল কেন্দ্রে অযথা এই ধরনের ভুয়ো কলের ফলে সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষের। ফলে কাজের সময় ফোন করেও পাওয়া যাচ্ছে না দমকলের প্রতিনিধিদের ।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wrong Number Call: দমকল দফতরে ফোন করে মোবাইল রিচার্জ করে দেওয়ার বায়না! তারপর যা হল...
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement