খারাপ সময় কাটাতে মেনে চলুন এই নিয়ম, দেখে নিন একবার, আপনি কি মানছেন ?

Last Updated:

টাকা পয়সার মন্দা জীবনের বহু সময়েই হয়ে থাকে ৷ খারাপ ভাল নিয়েই চলে জীবন জীবন কখনও খুব খারাপ বা খুব ভাল চলেনা ভাল ও মন্দে মানব জীবন ৷

#কলকাতা: টাকা পয়সার মন্দা জীবনের বহু সময়েই হয়ে থাকে ৷ খারাপ ভাল নিয়েই চলে জীবন জীবন কখনও খুব খারাপ বা খুব ভাল চলেনা ভাল ও মন্দে মানব জীবন ৷ চলার পথে টাকার থেকে প্রয়োজনীয় আর কিছুই নেই সেটা আর বলার অপেক্ষা রাখেনা ৷ আমাদের জীবনের ওঠা-পড়া সব ক্ষেত্রেই অর্থের এক আলাদা ভূমিকা রয়েছে ৷ টাকাই জীবনের শেষ কথা নয় তবে জীবনে টাকা ছাড়াও আটকে যায় অনেক কিছুই ৷
খারাপ সময় জীবনে আসে জীবনকে ভেঙে চূর্ণবিচূর্ণ বা শেষ করে দিতে নয় নিজের সমস্ত সম্ভবনা জাগ্রত করতেই খারাপ সময় আসে ৷ তবে ইচ্ছে করে তো আর কেউ খারাপ সময়কে নিমন্ত্রণ দেয়না ৷ তবে বেশ কিছু ব্যাপারে খেয়াল রাখলেই খারাপকে এড়িয়ে যাওয়া সম্ভব হতে পারে ৷ বাড়িতে কখনও বন্ধ ঘড়ি রাখবেন না বন্ধ ঘড়ি নাকি আপনার সময়কে স্তব্ধ করে দিতে পারে তাই আজ থেকে বাইবাই বন্ধ ঘড়ি ৷ তাহলেই টাকা পয়সা বাড়বে আসবে জীবনে সমৃদ্ধি ৷
advertisement
মানি ব্যাগে রাখুন কর্পূর দেখবেনা বাধা বিপত্তি কাটবে অনায়াসেই ৷ যে কাজে যাবেন সেই কাজই দেখবে সাফল্যের মুখ ৷ একবার চেষ্টা করে দেখতেই পারেন ৷ হয়ত আপনিই হয়ে উঠবেন সেই সৌভাগ্যবান ৷ সংসার হবে সুখের জীবনে আসবে শান্তি ৷
advertisement
পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা পকেটে রাখুন বাসন্তি রঙের ফুল কাটবে বাধা ৷ বাড়বে আত্মবিশ্বাস, বিশেষ করে যাঁদের মাঙ্গলিক যোগ আছে তাঁদের বিশেষ উপকার দিতে পারে ৷ তবে অনেক কিছুই হতে পারে যদি মনে থাকে বিশ্বাস ৷ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
খারাপ সময় কাটাতে মেনে চলুন এই নিয়ম, দেখে নিন একবার, আপনি কি মানছেন ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement