একমাত্র এই ভাবেই রক্ষা পেতে পারেন শনির রোষানল থেকে
Last Updated:
জীবনের চলার পথে প্রতিটি পদক্ষেপে আসে বাধা-বিপত্তি ৷ হওয়া কাজ হয়না, বা কাজটি হলেও সহজে সম্পন্ন হয়না ৷
#কলকাতা: জীবনের চলার পথে প্রতিটি পদক্ষেপে আসে বাধা-বিপত্তি ৷ হওয়া কাজ হয়না, বা কাজটি হলেও সহজে সম্পন্ন হয়না ৷ এছাড়াও সম্পর্কের টানাপোড়েন, দুর্ঘটনা, রক্তপাত, মানসিক চাপ, বিবাহ বিচ্ছেদ, বিবাহে জটিলতা ছাড়াও একাধিক বিষয় জীবনের গতিপথকে ৷
প্রতিটি মানুষের জীবন সব সময়েই একই রকমের কাটেনা ৷ ভাল-মন্দ নিয়েই জীবন ৷ প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে মাথা গরম না করে বা হতাশ না হয়ে শক্ত হাতে হাল ধরা যেতে পারে ৷
জীবনে বিভিন্ন সময়ে গ্রহের অবস্থানের তারমত্যে তারতম্য দেখা যায় জীবনের ওঠা-পড়ায় ৷ শনির প্রভাবে আপনার অনেক সময়েই হওয়া কাজ হয়না, বাধা বিপত্তি সমস্ত কাজকে কঠিন করে তোলে ফলে জটিল থেকে জটিলতম হয়ে ওঠে জীবন ৷
advertisement
advertisement
শনির প্রকোপ থেকে কীভাবে বাঁচতে পারেন আপনি ? জীবনের কোনও না কোনও সময়ে ঢাইয়া বা সাড়ে সাতির প্রকোপে পড়তে হয় সবাইকেই ৷
এক এবং একমাত্র বজরংবলি বা হনুমানের কৃপায় কাটতে পারে শনির দশা ৷ প্রতিদিন নিয়ম করে বজরংবলির নাম জপ করুন, সঙ্গে পড়ুন হনুমান চল্লিশাও ৷ তাহলেই জীবন থেকে সরতে পারে সঙ্কটের মেঘ ৷
advertisement
প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পড়ুন, সঙ্গে বজরঙ্গ বাণ, পাঠ করুন স্ত্রোত্রও ৷ মেটে সিঁদুর পুজোতে ব্যবহার করতে পারেন বিশেষ ফল পেতে পারেন ৷ বজরঙ্গবলির পুজোতে মেটে সিঁদুর লাগে ৷ তিনি খুব ভালবাসেন মেটে সিঁদুর ৷
পুরাণ অনুসারে মহাদেবের অবতার হনুমানজি তাই শিবের পুজো করলেও উপকার পেতে পারেন আপনি ৷ সোমবারে শিবের উপোসও কাজে আসবে বিশেষ ভাবে ৷ হনুমানজির সঙ্গে শিবের পুজো করলে সব থেকে উপকৃত হবেন আপনি ৷
advertisement
প্রতি মঙ্গলবার, শনিবার লাড্ডু ও কলা দিয়ে বজরংবলিকে পুজো দিন ৷ সঙ্গে লাল কাপড়ের উপরে বজরঙ্গবলির ছবি বা মূর্তি রাখুন ৷ খুব ভাল হয় যদি এই দুই দিন নিরামিষ খেতে পারেন ৷
ঢাইয়া বা সাড়ে সাতি চলার সময়ে নীল রঙের পোশাক পড়া উচিত নয় ৷ নীল রঙ শনিদেবেকে প্রভাবিত প্রতিদিন স্নানের পরে নমোঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ, নমোঃ ভাগবতে বাসুদেবায় নমোঃ, নমোঃ রাম-সীতায় নমোঃ, জয় হনুমানজির জয় ৷ এই মন্ত্রগুলি পাঠ করলে বিশেষ উপকার হতে পারে আপনার ৷ মনে বিশ্বাস রেখে মেনে চলুন, উপকার পাবেনই পাবেন ৷
view commentsLocation :
First Published :
July 18, 2018 6:12 PM IST

