Kannauj News: কী এমন রয়েছে এই পারফিউমে! চাহিদা রয়েছে বিরাট, একবার ব্যবহার করলেই নাকি...

Last Updated:

Kannauj News: সারা দেশে তো বটেই, এমনকী বিদেশেও এমন আতর আর কোথাও পাওয়া যায় না। কনৌজের যে কোনও আতরই মন ভুলিয়ে দিতে পারে। তবে বিদেশের বাজারে এই শহরের পরিচিতি ও কদর বাড়িয়ে থাকে পাঁচটি সেরা সুগন্ধী।

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কনৌজ:  সুগন্ধীর শহর হিসেবে পরিচিত কনৌজ। রাজস্থানের এই বিশেষ শহর থেকে সুগন্ধী পাড়ি দেয় দেশ-বিদেশে। সুগন্ধীর নাম শুনলেই এই শহরের কথা মনে পড়তে বাধ্য। সারা দেশে তো বটেই, এমনকী বিদেশেও এমন আতর আর কোথাও পাওয়া যায় না। কনৌজের যে কোনও আতরই মন ভুলিয়ে দিতে পারে। তবে বিদেশের বাজারে এই শহরের পরিচিতি ও কদর বাড়িয়ে থাকে পাঁচটি সেরা সুগন্ধী।
এক নজরে দেখে নেওয়া যাক সেরা পাঁচ সুগন্ধী —
সেরা পাঁচ সুগন্ধীর মধ্যে প্রথমেই আসে আসে গোলাপের নাম। এটিই সেরার সেরা। তারপরে বেল, মিট্টি, মেহেন্দি এবং শামামা আতর। এই সব সুগন্ধী কনৌজের নিজস্ব ঘরানায় তৈরি করা হয়। দেশের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে পড়েছে এসব আতরের সুবাস। দুবাই, ফ্রান্স, যুক্তরাজ্য এবং উপসাগরীয় দেশগুলিতে এই আতরের প্রচুর চাহিদা রয়েছে। ওই সব দেশে আবার সব থেকে বেশি চাহিদা রয়েছে শামামা আতরের।
advertisement
দাম কেমন জেনে নিন—
সেই কোন কাল থেকেই সুগন্ধী আতরের কদর করে আসছেন নামী-দামি মানুষেরা। রাজা, বাদশা, আমির-ওমরাহদের একচেটিয়া আধিপত্য সুগন্ধী আতরে। তাই দাম একটু বেশি তো হবেই। শুধু গোলাপি আতরের দামই ধরা হয় প্রতি কেজি ১৫ থেকে ২০ লাখ টাকা। একইভাবে প্রায় সব সুগন্ধীর দামই নির্ভর করে তার গুণগত মানের উপর। প্রতি লিটারে এক লক্ষ টাকায় তৈরি হয় এই সব আতর। ফলে এই সব সুগন্ধী এমনি এমনি তৈরি করে রাখা হয় না। বরং বরাত অনুযায়ী তৈরি করা হয়। যেমন প্রয়োজন, তেমন করেই বানিয়ে দেওয়া হয় আতর।স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, কনৌজে তৈরি গোলাপের আতরই সবচেয়ে দামি এবং এটিই সেরা সুগন্ধী।কনৌজে প্রায় ৫ হাজার মানুষ এই ব্যবসার সঙ্গে যুক্ত। প্রায় সব রকমের আতর এখানে তৈরি হয়। ছোট বড় ব্যবসায়ী মেলালে এখানে ব্যবসার পরিমাণ আরও বৃদ্ধি পায়। প্রায় কোটি কোটি টাকার ব্যবসা হয় সুগন্ধীতে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kannauj News: কী এমন রয়েছে এই পারফিউমে! চাহিদা রয়েছে বিরাট, একবার ব্যবহার করলেই নাকি...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement