Terrifying sound: মড়ার মাথার খুলিতে ফুঁ! পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কী জানেন? বিজ্ঞানীদের হাড়হিম করা আবিষ্কার

Last Updated:

সম্প্রতি বিজ্ঞানীরা ফের নতুন করে তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ।

মড়ার মাথার খুলিতে ফুঁ! পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কী জানেন? বিজ্ঞানীদের হাড়হিম করা আবিষ্কার
মড়ার মাথার খুলিতে ফুঁ! পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কী জানেন? বিজ্ঞানীদের হাড়হিম করা আবিষ্কার
সিনেমায় অনেক সময় অনেক শব্দ শুনলে মনে আতঙ্ক জাগে। বাস্তবেও কিছু কিছু শব্দ শুনলে প্রচণ্ড ভয় লাগে। কিছু ছবি, কিছু সিনেমা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কি? সম্প্রতি বিজ্ঞানীরা ফের নতুন করে তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ।
প্রাচীন অ‍্যাজটেকের ডেথ হুইসেল বা মৃত‍্যুর হুইসেলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ বলে চিহ্ণিত করেছেন বিজ্ঞানীরা। অ‍্যাজটেক হলেন নেটিভ আমেরিকার বাসিন্দারা। দ্য গুগেনহেইম মিউজিয়াম ফাউন্ডেশনের তথ‍্য অনুযায়ী ১৬০০ শতকের গোড়ার দিকে স্প‍্যানিশ আক্রমণের আগে পর্যন্ত মেক্সিকের উত্তরে ছিল অ‍্যাজটেকজের বাস।
১৯৯০-এর দশকে মেক্সিকোতে একটি ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়। যা ছিল এই শব্দের অর্থাত্‍ ওই মৃত‍্যু হুইসেলের সংরক্ষিত প্রতিরূপ বা রেপ্লিকা।
advertisement
advertisement
তবে এই ডেথ হুইসেল কিন্তু আসলে একটি মড়ার মাথার খুলি। এই হুইসেলের ব্লু প্রিন্ট বিজ্ঞানীরা মাথার খুলির মতো দেখতে একটি বস্তু থেকে পান। সেইসঙ্গে ছিল একটি সম্পূর্ণ কঙ্কাল।
এই মড়ার মাথার খুলিতে ফুঁ দিলে একরকম ভয়ঙ্কর হাড়হিম করা শব্দ তৈরি হয়। খানিকট প্রচণ্ড জোরে আর্তনাদের মতো শোনায় এই শব্দ। এই শব্দকেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দকে বলে চিহ্নিত করা হয়েছে, জানা গিয়েছে ডিসকভারি থেকে।
advertisement
দ‍্য অ্যাকশন ল্যাব হল বিশিষ্ট শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। এই চ‍্যানেলেও বিজ্ঞানের বহু কিছু পরীক্ষা করা হয়। সম্প্রতি এই চ‍্যানেলটিও অ্যাজটেক ডেথ হুইসেলের একটি 3D-প্রিন্ট প্রদর্শনি শেয়ার করেছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Terrifying sound: মড়ার মাথার খুলিতে ফুঁ! পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কী জানেন? বিজ্ঞানীদের হাড়হিম করা আবিষ্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement