Suhagrat Viral Video: 'সচিন আমার ওড়না...', আধা পোশাকে নববধূর সুহাগরাতের চরম ভিডিও দেখে লজ্জায় লাল নেটিজেনরা! বলছেন, 'এসব বলতে নেই...'

Last Updated:

Suhagrat Viral Video: সোশ্যাল মিডিয়ায় হরেক রকমের ভিডিও ভাইরাল হয় রোজ রোজ, যা কখনও খুব মজার আবার কখনও খুব অবাক করে। আজকাল রিলের যুগে যে কেউ, যে কোনও কিছু শেয়ার করে। কেউ কেউ তাদের নাচের ভিডিও শেয়ার করেন।

নববধূর ভাইরাল ভিডিও
নববধূর ভাইরাল ভিডিও
লখনউঃ সোশ্যাল মিডিয়ায় হরেক রকমের ভিডিও ভাইরাল হয় রোজ রোজ, যা কখনও খুব মজার আবার কখনও খুব অবাক করে। আজকাল রিলের যুগে যে কেউ, যে কোনও কিছু শেয়ার করে। কেউ কেউ তাদের নাচের ভিডিও শেয়ার করেন, কিছু দম্পতি নিজেদের বিয়ের, হানিমুন বা বাসররাতের ভিডিও শেয়ার করেন। মানুষ পছন্দ এবং অনুগামীদের বৃত্তে যে কোনও কিছু ভাগ করে নিচ্ছে। এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক নববধূ বিয়ের রাতের গল্প বর্ণনা করছেন এবং বলছেন, ‘আমার বিয়ের পরে প্রথম রাতে সচিন ঘরে এসেছিল। কিন্তু ও আমার ওড়না তুলতে পারেনি। কারন আমার জামাকাপড় আমার শাশুড়ি চেঞ্জ করে দিয়েছিলেন। শাশুড়ি সেদিন বলেন, তোমার শাড়ি পরে সমস্যা হচ্ছে, তাই ওটা আর বেশিক্ষণ পরে থাকার দরকার নেই। এখন তুমি তোমার যে পোশাক পরতে ইচ্ছে সেই পোশাক পরে নাও। সেক্ষেত্রে সালোয়ার কামিজও পরে নিতে পার।’ ভাইরাল হওয়া এই ভিডিওতে এখনও পর্যন্ত লাইক পড়েছেন ১০ হাজারের বেশি। ভিডিওর কমেন্ট সেকশনে তীব্র হাসির এবং বিরূপ মন্তব্যও করছেন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুনঃ লালে বিপদ…! শ্রাবণে মহাদেবকে ভুলেও দেবেন না এই ‘৫’ ফুলের একটিও, ভগবানের রোষে তছনছ জীবন, পথের ভিখারি হবেন
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘প্রথম রাতের ভিডিওটি একটু আপলোড করলে কেমন হয়?’ একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই জিনিসগুলি বলা ঠিক নয় সকলের সামনে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “সকলে যা শুরু করেছে, তাতে মনে হচ্ছে এবারে ফুলশয্যার সব ঘটনা নিয়ে লাইভ হবে।” এখনও পর্যন্ত এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। আপনিও নিখাদ মজা পেতে চাইলে দেখে নিতে পারেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Suhagrat Viral Video: 'সচিন আমার ওড়না...', আধা পোশাকে নববধূর সুহাগরাতের চরম ভিডিও দেখে লজ্জায় লাল নেটিজেনরা! বলছেন, 'এসব বলতে নেই...'
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement