চন্দ্রগ্রহণের সময় কেন খাবার ফেলে দেওয়া হয় ?

Last Updated:

চন্দ্রগ্রহণ নিয়ে বেশকিছু প্রচলিত ধারণা রয়েছে ৷ তার মধ্যে রয়েছে অনেক কুসংস্কারও ৷ আগে মনে করা হত গ্রহণের সময় চন্দ্রকে গিলে নেয় রাহু ৷ রাগুর গ্রাসেই চাঁদের উপর নেমে আসে আঁধার ৷ ঢেকে যায় চাঁদের আলো ৷

#কলকাতা: চন্দ্রগ্রহণ নিয়ে বেশকিছু প্রচলিত ধারণা রয়েছে ৷ তার মধ্যে রয়েছে অনেক কুসংস্কারও ৷ আগে মনে করা হত গ্রহণের সময় চন্দ্রকে গিলে নেয় রাহু ৷ রাহুর গ্রাসেই চাঁদের উপর নেমে আসে আঁধার ৷ ঢেকে যায় চাঁদের আলো ৷ রাহুর গ্রাস থেকে মুক্ত হলে আবার আকাশে চাঁদকে দেখা যায় ৷ তেমনই বেশকিছু আচার-নিয়মও রয়েছে ৷ চন্দ্রগ্রহণের সময় যা মেনে চলা হয় ৷
এর মধ্যে একটা অন্যতম হল চন্দ্রগ্রহের পর যত রান্না করা খাবার ঘরে মজুত থাকে সব ফেলে দেওয়া হয় ৷ আগেকার দিনে মনে করা হত, গ্রহণ আসলে রাহু-কেতুর ক্রোধ ৷ সেই সময় সকলকে অত্যন্ত সাবধানে থাকতে হয় ৷ এই সময় মানুষের নানারকম অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ৷ এই সময় রান্না করা খাবারও বিষাক্ত হয়ে যায় ৷ ফলে তা খাওয়া উচিত নয় ৷
advertisement
advertisement
পরে, বিজ্ঞানীরা জানান এই বিশ্বাসের পিছনে আসলে যুক্ত রয়েছে ৷ সাধারণ মানুষ সরল বিশ্বাসে যা এতদিন মেনে চলতেন তা আসলে বৈজ্ঞানিক ভিত্তি থেকেই এসেছে ৷ আসলে, গ্রহণের সময় এক প্রকার বিকিরণ ঘটে ৷ আর সূর্যগ্রহণের সময় হঠাৎই সূর্যরশ্মি পৃথিবীতে আসতে বাধা পায় ৷ ফলে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎই বেশ কমে যায় ৷ কম তাপমাত্রা এবং সূর্যালোকের অভাবে খাবারে জীবাণুর সংক্রমণ হতে পারে ৷ আর সেই কারণেই আগেকার দিনে খাবার ফেলে দেওয়ার রীতি ছিল ৷ তবে এই প্রথা এড়াতে গ্রহণের সময় সমস্ত খাবার ঢাকা দিয়ে রাখলেই হবে ৷ খাবার নষ্ট করার কোনও প্রয়োজন নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চন্দ্রগ্রহণের সময় কেন খাবার ফেলে দেওয়া হয় ?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement