অনেকে মানেন বাঁ চোখ লাফালে শুভ, ডান চোখ লাফালে অশুভ, এর বৈজ্ঞানিক কারণটি জানেন?
Superstition: অনেকে মানেন বাঁ চোখ লাফালে শুভ, ডান চোখ লাফালে অশুভ, এর পিছনে বৈজ্ঞানিক কারণটি জানেন?
বাঁমে বামা করে শুভ...অনেকেরই সংস্কার, ডান চোখের পাতা লাফাচ্ছে মানে ভাল কিছু হতে চলেছে আর বাঁ চোখের পাতা লাফাচ্ছে মানে খারাপ কিছু ঘটতে চলেছে! কিন্তু শুধুই কি কুসংস্কার? এর নেপথ্যের বৈজ্ঞানিক কারণগুলো জানেন?
বাঁমে বামা করে শুভ...অনেকেরই সংস্কার, ডান চোখের পাতা লাফাচ্ছে মানে ভাল কিছু হতে চলেছে আর বাঁ চোখের পাতা লাফাচ্ছে মানে খারাপ কিছু ঘটতে চলেছে! কিন্তু শুধুই কি কুসংস্কার? এর নেপথ্যের বৈজ্ঞানিক কারণগুলো জানেন? যাঁদের চোখে এলার্জি আছে, তাঁরা অনবরত চোখ চুলকান। ফলে চোখের জলের সঙ্গে হিস্টামিনও নির্গত হয়। এর কারণেও চোখের পাতা কাঁপতে পারে বিশেষজ্ঞের মতে, আপনি যদি বেশি পরিমাণে কফি খান কিংবা মদ্যপান করেন, তাহলে আপনার চোখের পাতা কাঁপতে পারে! কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, চোখে কন্ট্যাক্ট লেন্স ঠিকমতো না বসানো, মোবাইল স্ক্রিনের দিকে অনেক্ষণ তাকিয়ে থাকা কিংবা বয়সজনিত কারণেও অনেক সময়ই চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে, তখন আপনার চোখের পাতা কাঁপতে পারে চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণও হতে পারে
পর্যাপ্ত ঘুম না হলে, ক্লান্তির কারণেও চোখের পাতা কাঁপতে পারে
Published by:Rukmini Mazumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।