Superstition: অনেকে মানেন বাঁ চোখ লাফালে শুভ, ডান চোখ লাফালে অশুভ, এর পিছনে বৈজ্ঞানিক কারণটি জানেন?

Last Updated:

বাঁমে বামা করে শুভ...অনেকেরই সংস্কার, ডান চোখের পাতা লাফাচ্ছে মানে ভাল কিছু হতে চলেছে আর বাঁ চোখের পাতা লাফাচ্ছে মানে খারাপ কিছু ঘটতে চলেছে! কিন্তু শুধুই কি কুসংস্কার? এর নেপথ্যের বৈজ্ঞানিক কারণগুলো জানেন?

বাঁমে বামা করে শুভ...অনেকেরই সংস্কার, ডান চোখের পাতা লাফাচ্ছে মানে ভাল কিছু হতে চলেছে আর বাঁ চোখের পাতা লাফাচ্ছে মানে খারাপ কিছু ঘটতে চলেছে! কিন্তু শুধুই কি কুসংস্কার? এর নেপথ্যের বৈজ্ঞানিক কারণগুলো জানেন?
যাঁদের চোখে এলার্জি আছে, তাঁরা অনবরত চোখ চুলকান। ফলে চোখের জলের সঙ্গে হিস্টামিনও নির্গত হয়। এর কারণেও চোখের পাতা কাঁপতে পারে যাঁদের চোখে এলার্জি আছে, তাঁরা অনবরত চোখ চুলকান। ফলে চোখের জলের সঙ্গে হিস্টামিনও নির্গত হয়। এর কারণেও চোখের পাতা কাঁপতে পারে
advertisement
বিশেষজ্ঞের মতে, আপনি যদি বেশি পরিমাণে কফি খান কিংবা মদ্যপান করেন, তাহলে আপনার চোখের পাতা কাঁপতে পারে! বিশেষজ্ঞের মতে, আপনি যদি বেশি পরিমাণে কফি খান কিংবা মদ্যপান করেন, তাহলে আপনার চোখের পাতা কাঁপতে পারে!
advertisement
কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, চোখে কন্ট্যাক্ট লেন্স ঠিকমতো না বসানো, মোবাইল স্ক্রিনের দিকে অনেক্ষণ তাকিয়ে থাকা কিংবা বয়সজনিত কারণেও অনেক সময়ই চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে, তখন আপনার চোখের পাতা কাঁপতে পারে কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, চোখে কন্ট্যাক্ট লেন্স ঠিকমতো না বসানো, মোবাইল স্ক্রিনের দিকে অনেক্ষণ তাকিয়ে থাকা কিংবা বয়সজনিত কারণেও অনেক সময়ই চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে, তখন আপনার চোখের পাতা কাঁপতে পারে
advertisement
চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণও হতে পারে চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণও হতে পারে
পর্যাপ্ত ঘুম না হলে, ক্লান্তির কারণেও চোখের পাতা কাঁপতে পারে পর্যাপ্ত ঘুম না হলে, ক্লান্তির কারণেও চোখের পাতা কাঁপতে পারে
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Superstition: অনেকে মানেন বাঁ চোখ লাফালে শুভ, ডান চোখ লাফালে অশুভ, এর পিছনে বৈজ্ঞানিক কারণটি জানেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement