Superstition: অনেকে মানেন বাঁ চোখ লাফালে শুভ, ডান চোখ লাফালে অশুভ, এর পিছনে বৈজ্ঞানিক কারণটি জানেন?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাঁমে বামা করে শুভ...অনেকেরই সংস্কার, ডান চোখের পাতা লাফাচ্ছে মানে ভাল কিছু হতে চলেছে আর বাঁ চোখের পাতা লাফাচ্ছে মানে খারাপ কিছু ঘটতে চলেছে! কিন্তু শুধুই কি কুসংস্কার? এর নেপথ্যের বৈজ্ঞানিক কারণগুলো জানেন?
বাঁমে বামা করে শুভ...অনেকেরই সংস্কার, ডান চোখের পাতা লাফাচ্ছে মানে ভাল কিছু হতে চলেছে আর বাঁ চোখের পাতা লাফাচ্ছে মানে খারাপ কিছু ঘটতে চলেছে! কিন্তু শুধুই কি কুসংস্কার? এর নেপথ্যের বৈজ্ঞানিক কারণগুলো জানেন?
যাঁদের চোখে এলার্জি আছে, তাঁরা অনবরত চোখ চুলকান। ফলে চোখের জলের সঙ্গে হিস্টামিনও নির্গত হয়। এর কারণেও চোখের পাতা কাঁপতে পারেadvertisement
বিশেষজ্ঞের মতে, আপনি যদি বেশি পরিমাণে কফি খান কিংবা মদ্যপান করেন, তাহলে আপনার চোখের পাতা কাঁপতে পারে!advertisement
কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, চোখে কন্ট্যাক্ট লেন্স ঠিকমতো না বসানো, মোবাইল স্ক্রিনের দিকে অনেক্ষণ তাকিয়ে থাকা কিংবা বয়সজনিত কারণেও অনেক সময়ই চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে, তখন আপনার চোখের পাতা কাঁপতে পারেadvertisement
চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণও হতে পারে
পর্যাপ্ত ঘুম না হলে, ক্লান্তির কারণেও চোখের পাতা কাঁপতে পারেLocation :
First Published :
May 12, 2022 7:28 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Superstition: অনেকে মানেন বাঁ চোখ লাফালে শুভ, ডান চোখ লাফালে অশুভ, এর পিছনে বৈজ্ঞানিক কারণটি জানেন?

