আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম অপরিবর্তিত, দেখে নিন গ্রাম পিছু সোনার দাম
Last Updated:
সোনার অলঙ্কারই নিয়ে আসে অহঙ্কার বোধ
#কলকাতা: রোজ নতুনের জীবনে দুটি ব্যাপারই মানুষের মনের কথা বলে প্রথমটি অলঙ্কার পরেরটি অহংকার ৷ অলঙ্কার বলতেই চোখ বন্ধ করে যেই নামটি মনের আসে তা হল সোনা ৷ সোনার প্রতি আগ্রহী মানুষের আগ্রহের শেষ থাকেনা ৷ কোনও ভাবেই সোনার প্রতি অনুরাগ কমেনা সে সোনার দাম কিছুটা সস্তা হোকা বা না, তবে সোনার প্রতি মানুষের প্রেম তার দামের উপর নির্ভর করে দূরে সরে থাকেনা, বরং বাড়ে কয়েক গুণ ৷
তবে আজ ২২ ক্যারাট সোনার দাম কলকাতায় অপরিবর্তিত ৷ গতকাল ও আজ ২২ ক্যারাট সোনার দাম আছে একই ৷
১ গ্রাম সোনার দাম ২,৯০৭ টাকা, ৮ গ্রাম সোনার দাম ২৩,২৫৬ টাকা, ১০ গ্রাম সোনার দাম ২৯,০৭০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ২,৯০,৭০০ টাকা ৷
advertisement
আজ (১২ অগাস্ট) ২২ ক্যারাট সোনার দাম কলকাতায় চোখ বুলিয়ে নিন
advertisement
১ গ্রাম সোনার দাম ৩১,১৭১.৩০, গতকাল ছিল ৩১,১৫০ টাকা অর্থাৎ আজ বেড়েছে ২১.৩০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ২৫,৩৭০.৪০ টাকা, গতকাল ছিল ২৫,২০০ টাকা অর্থাৎ আজ বেড়েছে ১৭০.৪০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৩১,৭১৩ টাকা সেখানে গতকাল দাম ছিল ৩১,৫০০ টাকা অর্থাৎ আজ বেড়েছে ২১৩ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৩,১৭,১৩০ টাকা সেখানে গতকাল দাম ছিল ৩,১৫,০০০ টাকা আজ বেড়েছে ২,১৩০ টাকা ৷
view commentsLocation :
First Published :
August 12, 2018 10:56 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম অপরিবর্তিত, দেখে নিন গ্রাম পিছু সোনার দাম