Spider Man:'স্পাইডারম্যান' হতে চাই! স্বেচ্ছায় বিষাক্ত মাকড়সার কামড় খেল শিশু! ভয়াবহ কাণ্ডে তোলপাড়

Last Updated:

বাড়ির পাশে নদীর ধারে খেলছিল শিশুটি। সেখান থেকে একটি পাথর তুলে নিলে এবং তার নিচ থেকে একটি কালো বিষাক্ত ‘উইডো স্পাইডার’ বের হল।

'স্পাইডারম্যান' হতে চাই! স্বেচ্ছায় বিষাক্ত মাকড়সার কামড় খেল শিশু! ভয়াবহ কাণ্ডে তোলপাড়
'স্পাইডারম্যান' হতে চাই! স্বেচ্ছায় বিষাক্ত মাকড়সার কামড় খেল শিশু! ভয়াবহ কাণ্ডে তোলপাড়
স্পাইডারম্যান, সুপারম্যানদের মতো সুপারহিরোদের ভক্ত হয় অনেক শিশুই৷ ক্রমাগত সুপারহিরোদের বই পড়ে, সিনেমা দেখে শিশু মনে জায়গা করে নেয় কাল্পনিক কাহিনি৷ সুপারহিরোদের মতো পোশাক পরা কিংবা তাঁদের আচার আচরণ অনুকরণ করার প্রবণতা দেখা যায়৷
কিন্তু মুশকিল হয় যখন বাস্তব এবং কল্পনার গণ্ডি কোথায় যেন হারিয়ে যায়৷ শিশুরা এই সমস্ত কল্পকাহিনিকে সত্যি বলে মেনে নেয়৷ এমনই একটি ঘটনা ঘটেছে বলিভিয়ায়৷ যেখানে একটি ৪ বছরের শিশু স্পাইডারম্যানের হওয়ার লক্ষ্যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসেছে৷
advertisement
এক মাকড়সার কামড়ে অসাধারণ শক্তির অধিকারী হয় স্পাইডারম্যান৷ সেই ঘটনাকে সত্যি ভেবে নেয় বলিভিয়ার এই শিশুটি৷
advertisement
বাড়ির পাশে নদীর ধারে খেলছিল শিশুটি। সেখান থেকে একটি পাথর তুলে নিলে এবং তার নিচ থেকে একটি কালো বিষাক্ত ‘উইডো স্পাইডার’ বের হল। এই মাকড়সার বিষ সম্পর্কে শিশুটির কোনও ধারণা ছিল না৷ স্পাইডারম্যান হওয়ার বাসনায় মাকড়সাটি তুলে কামড়ানোর জন্য হাতের কাছে রাখে বাচ্চাটি। মাকড়সার কামড়ের পর শিশুটি বাড়িতে আসে এবং কয়েক ঘণ্টার মধ্যে তার শরীর ও মাংসপেশিতে ব্যথা শুরু হয়।
advertisement
বাচ্চাটি প্রথমে তার মাকে কিছুই বলেনি৷ পরে জানায় যে তাকে একটি রঙিন মাকড়সা কামড় দিয়েছে। তার মা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান, যেখানে তাকে অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া হয়েছিল৷ বর্তমানে শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
শিশুরোগ বিশেষজ্ঞ আর্নেস্টো ভাসকুয়েজ জানান, শিশুটি সুস্থ হওয়ার পর তার সঙ্গে কথোপকথনে জানা যায় যে সে নিজেই মাকড়সাটি তুলে নেয়৷ যাতে মাকড়সা তার হাতে কামড় দেয়৷ কারণ সে স্পাইডার-ম্যান হতে চায়। পরে শিশুটির মাও স্বীকার করেন যে তিনি স্পাইডার-ম্যানের একজন বড় ভক্ত কিন্তু তাঁর ধারণা ছিল না যে সে এমন বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Spider Man:'স্পাইডারম্যান' হতে চাই! স্বেচ্ছায় বিষাক্ত মাকড়সার কামড় খেল শিশু! ভয়াবহ কাণ্ডে তোলপাড়
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement