কান চুলকায়, আওয়াজ হয়? সাবধান! বৃদ্ধার কানের ভিতর থেকে উদ্ধার ভয়ঙ্কর জিনিস

Last Updated:

spider in the ear: কানে আওয়াজ, অস্বস্তি হলে ফেলে রাখবেন না। বৃদ্ধার কানের ভিতর যা ছিল...

নয়াদিল্লি: কানে আওয়াজ, অস্বস্তি হলে ফেলে রাখবেন না। যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়াই ভাল। কারণ আমরা আজ আপনাদের যে তথ্য দেব, তাতে আপনারও কানে কোনওরকম অস্বস্তি হলে এর পর থেকে আশঙ্কা হতে পারে!
তাইওয়ানের এক বৃদ্ধার কানের ভিতর থেকে দুটি জ্যান্ত মাকড়শা উদ্ধার করেছেন চিকিৎসকরা। অতি কষ্টে সেই বৃদ্ধার কানের ভিতর থেকে মাকড়শাগুলি বের করেন তাঁরা। সাকশন পদ্ধতিতে কাজটা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন- লোন না নিয়ে গ্রামেই তৈরি করেছিলেন অফিস, আজ সেই সংস্থারই মূল্য ৩৯,০০০ কোটি টাকা !
বেশ কয়েকদিন ধরেই সেই বৃদ্ধার কানে অস্বস্তি হচ্ছিল। তাঁর কানে ক্ষণে ক্ষণে আওয়াজও হত। বৃদ্ধা ব্যাপারটা ফেলে রাখেননি। চিকিৎসকের কাছে গেলে তাঁরা বৃদ্ধার কানের ভিতর কিছু একটার নড়়নচড়ন লক্ষ্য করেন। এর পরই কান পরীক্ষা করে হা হয়ে যান চিকিৎসকরা।
advertisement
advertisement
সেই বৃদ্ধার কানের ভিতর দুটি মাকড়শা বাসা বাঁধতে শুরু করেছিল। যদিও মাকড়শাগুলি বিষাক্ত ছিল না বলে সেই বৃদ্ধার বড় কোনও ক্ষতি হয়নি। তাঁর শ্রবনশক্তি একেবারে ঠিকঠাক আছে। তিনি কোনওরকম সমস্যায় পড়েননি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, একটু দেরি বলে বড় সমস্যা হতে পারত।
advertisement
আরও পড়ুন- জানেন স্কুলবাস ও জেসিবি-র রং কেন হলুদ হয় ? কারণ জানলে অবাক হবেন
চিকিৎসকরা খুবই সাবধানে সেই মাকড়শাগুলিকে বের করেন। সেগুলি আকারে খুব একটা বড় ছিল না বলে কানের তেমন ক্ষতি হয়নি সেই বৃদ্ধার।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কান চুলকায়, আওয়াজ হয়? সাবধান! বৃদ্ধার কানের ভিতর থেকে উদ্ধার ভয়ঙ্কর জিনিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement