স্টাইলিশ অন্তর্বাস পরছেন, জানেন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার যৌনজীবন!

Last Updated:
#কলকাতা : অন্তর্বাস কি আপনার স্টাইল স্টেটমেন্টের মধ্যে পরে ? আপনি কি বহিরাঙ্গের পোশাকের বিষয়ে যতটা সচেতন, ঠিক ততটাই সচেতন নিজের ভিতরের পোশাকের বিষয়েও ৷
আপনি অন্তর্বাস হিসেবে বক্সার কিম্বা ব্রিফ পরেন ৷ আপনার এই পোশাক সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার যৌনজীবনে ৷ সাম্প্রতিক আমেরিকার প্রজনন সম্পর্কিত এক জার্নালে এই নিয়ে এক সমীক্ষা প্রকাশিত হয়েছে ৷
সমীক্ষা অনুসারে যে পুরুষরা বক্সার পরিধান করেন তাদের শুক্রাণু অনেক বেশি শক্তিশালী ৷ এমনকি তাদের শুক্রাণু উৎপাদনও যাঁরা ব্রিফ পরেন তাদের চেয়ে অনেকটাই বেশি ৷
advertisement
advertisement
Representative Image Representative Image
আলগা ফিট বক্সারে স্পার্ম কনসেনট্রেশন বেশি হয় ৷ শুধু তাই নয় ব্রিফ পরা ব্যক্তিদের স্পার্ম যতটা না কার্যকরী হয় তার চেয়ে অনেক বেশি কার্যকরী হয় এই অন্তবার্স পরা পুরুষদের স্পার্ম ৷
সন্তানের ইচ্ছুক বাবা-মার ওপর সমীক্ষা চালানো হয়েছিল ম্যাসাচুসেটস জেনারল হাসপাতালে ৷ ২০০০ থেকে ২০১৭ অবধি চালানো হয়েছিল এই সমীক্ষা ৷ সমীক্ষা চালানো হয়েছিল ১৮ থেকে ৫৬ বছর অবধি মানুষের ওপর ৷ সামাজিক বাধার কারণে পুরুষদের কোনও অসুবিধা হলেও তাঁরা বিশেষ মন প্রকাশ করতে বলতে পারেন না এমনটাই দেখা গেছে ৷ আর এরই জেরে সন্তান ধারণ করতে পারেন না বহু দম্পতি ৷
advertisement
গত বছর হিব্রু ইউনিভার্সিটি পাবলিক হেল্থ ও সান্না সোয়ানেও গতবছর  একটি সমীক্ষা করা হয় ৷ সেখানেও দেখা গেছে পুরুষদের সন্তান উৎপাদনক্ষমতায় ভয়াবহভাবে প্রভাব পড়ছে ৷
আর এই নিম্নমুখী গ্রাফের কারণ যেরকম স্ট্রেস , তেমনিই অন্তর্বাস বাছাইও ৷ স্টাইল স্টেটমেন্ট বজায় রাখতে গিয়ে বড় ক্ষতি হয়ে যাচ্ছে সামাজিক পরিকাঠামোতে ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
স্টাইলিশ অন্তর্বাস পরছেন, জানেন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার যৌনজীবন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement