#কলকাতা: রাত পোহালেই বলয়গ্রাস সূর্যগ্রহণ । সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। সৃষ্টি হবে অগ্নি বলয় । জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের আটটি রাশির ওপর গ্রহণের অশুভ প্রভাব পড়বে । শুভ প্রভাব দেখা যাবে মাত্র চারটি রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ।
রবিবারের সুর্যগ্রহণ ভারত-সহ নেপাল, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া এবং কঙ্গোতে দেখা যাবে । বলয়গ্রাস প্রথম দেখা যাবে ভারতীয় সময় সকাল ৯টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে শুরু হবে সূর্যগ্রহণ । সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সকাল ১০টা বেজে ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে । বেলা ১২টা বেজে ১০ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ । শেষ হবে দুপুর ২টো বেজে ২ মিনিট ১৭ সেকেন্ডে ।
সূর্য গ্রহণের প্রভাব কোন রাশির ওপর কেমন ভাবে পড়বে, জেনে নিন...
মেষ: সূর্যগ্রহণের জেরে কাছের মানুষের সঙ্গে মনোমালিন্য হবে কিন্তু বড়সড় কোনও ক্ষতি হবে না । এই রাশির জাতকেরা কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন ।
কর্কট: খরচ একধাক্কায় বেশ কিছুটা বাড়বে । সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ক্ষতির মুখে পড়তে পারেন ।
সিংহ: এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যগ্রহণ ভাল খবর নিয়ে আসতে চলেছে ।
কন্যা: সমস্যায় থাকলে সমাধান মিলবে । সূর্য গ্রহণ আপনার জন্য ভালো সময় নিয়ে আসছে ।
তুলা: শারীরিক সমস্যা একটু ভোগাবে। বাক-বিতণ্ডা এড়িয়ে চলুন ।
বৃশ্চিক: আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে অশুভ ইঙ্গিত ।
ধনু: গভীর সমস্যায় রয়েছেন? থাকবে সাময়িক । তবে খারাপ সময় কেটে যাবে ।
মকর: অসমাপ্ত কাজ সমাপ্ত হবে । তবে গ্রহণের সময় কিছু সাধারণ সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই ।
কুম্ভ: যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য ভাল সময় । তবে মানসিক অবসাদে ভুগবেন ।
মীন: কাজের জায়গায় সজাগ থাকুন । তা না হলে নানা সমস্যার মুখে পড়তে পারেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।