বলুন তো, খবরের কাগজের নিচে চারটি রঙের ডট থাকে কেন? জানলে আপনি জিনিয়াস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Newspaper Knowledge story- বই এবং ম্যাগাজিন ছাপানোর ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করা হয়। যতদূর জানা যায়, ১৯০৬ সালে ঈগল প্রিন্টিং কোম্পানি এই পদ্ধতিতে ছাপা শুরু করেছিল।
কলকাতা: এখন ডিজিটাল যুগ। এই সময়ে দাঁড়িয়ে অনেকেই মোবাইলেই খবর পড়তে পছন্দ করেন। তবে এখনও কিছু পাঠক রয়েছেন, যাঁরা সংবাদপত্রে খবর পড়তে পছন্দ করেন। ডিজিটাল যুগে সংবাদপত্রগুলিও খবর পরিবেশনে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এনেছে। তবে কিছু জিনিস এখনও অপরিবর্তিত রয়েছে।
আপনি কি কখনও খবরের কাগজ পড়তে গিয়ে খেয়াল করেছেন, পাতার নীচের দিকে চারটি রঙিন ডট থাকে কেন! কোন উদ্দেশে সেগুলি দেওয়া থাকে খবরের কাগজের নিচের দিকে! এমনকী সংবাদপত্রগুলির কাছেই বা ওই চারটি ডট-এর গুরুত্ব কী?
আরও পড়ুন- ট্রেনের ‘blanket’ গায়ে দেন? ‘বেডরোল’ কি আদৌ ‘সাফ’ করা হয়? সত্যিটা জানলে চমকাবেন
আসলে এই চারটি ডট কাগজ ছাপার সময় সঠিক রঙের চিহ্ন নিশ্চিত করতে ব্যবহার করা হয়। লাল, হলুদ এবং নীল এই রংগুলিকে অন্য রঙের মিশ্রণে তৈরি করা যায় না। তবে এই তিনটি প্রাথমিক রঙ ব্যবহার করে অন্য রঙ তৈরি করা যায়। মুদ্রণের সময় এই তিনটি রঙের ব্যবহারে অন্য রঙ তৈরি করা হয়। পাশাপাশি চতুর্থ রঙ হিসাবে কালো রঙকে ব্যবহার করা হয়।
advertisement
advertisement
খবরের কাগজের নিচের দিকে থাকা ডটগুলি নীল, গোলাপি, হলুদ এবং কালো- এই অনুযায়ী সাজানো থাকে। এর সাহায্যে সংবাদপত্রে রঙিন ছবি এবং শিরোনাম তৈরি করা হয়। মুদ্রণ প্রক্রিয়া যখন চলে তখন চারটি রঙের প্রতিটির জন্য আলাদা প্লেট ব্যবহার করা হয়। প্লেটগুলি ভুলভাবে বসানো হলে ছবিগুলি ঝাপসা দেখাবে। ছবির রঙও ঠিক মতো দেখাবে না।
advertisement
আরও পড়ুন- কেউটের চেয়েও ‘বিষাক্ত’ এই সাপ! শরীরের গন্ধে ‘উষ্ণতা’ খুঁজতে আসে রাতে, তার পর…?
বই এবং ম্যাগাজিন ছাপানোর ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করা হয়। যতদূর জানা যায়, ১৯০৬ সালে ঈগল প্রিন্টিং কোম্পানি এই পদ্ধতিতে ছাপা শুরু করেছিল। আজও এই প্রথা চলছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 14, 2024 6:48 PM IST