Viral News: টয়লেট সিটের উপরেই রান্না, সেখানেই হয় খাওয়া-দাওয়া, এই পরিবারের জীবন-যাপন দেখলে চোখে জল আসবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Viral News: বাড়ির একটি ছোট ঘরে টয়লেট এবং রান্নাঘর সবই রয়েছে। এই পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং এই দূরাবস্থার মধ্যে থাকতে বাধ্য হচ্ছে।
সিওয়ান: বিহারের সিওয়ান জেলায় এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। বাড়ির একটি ছোট ঘরে টয়লেট এবং রান্নাঘর সবই রয়েছে। এই পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং এই দূরাবস্থার মধ্যে থাকতে বাধ্য হচ্ছে। ঘটনাটি ঘটেছে আগুচাপাড়া গ্রামে।
হরেন্দ্র সাহের বাড়িটি মাত্র ৫ ধুর জমির উপর নির্মিত। এতে মাত্র দু’টি কক্ষ রয়েছে। বাইরের ঘর দিয়ে ভেতরের ঘরে প্রবেশ করা যায়। সরকারি প্রকল্পের আওতায় টয়লেট তৈরির জন্য যখন তিনি টাকা পান, তখন তিনি বাইরের ঘরেও একটি টয়লেট সিট স্থাপন করেন। যেখানে তিনি আগে থেকেই একই জায়গায় রান্না করে আসছেন। পরিস্থিতি এমন যে রান্নাঘরের স্ল্যাবটি টয়লেট সিটের ঠিক উপরে, যেখানে খাবার রান্না করা হয় এবং ভেতরের ঘরের যাওয়ার জায়গাটি টয়লেট সিটের ঠিক পাশে।
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! ৪ রাশিকে চরম কষ্ট দেবেন গ্রহের ‘রাজা’, ৪ দিন পর থেকেই আসল ‘খেলা’ শুরু, চাকরিজীবীরা খুব সাবধান!
হরেন্দ্র সাহের স্ত্রী পিঙ্কি দেবী বলেন যে তিনি একটি সরকারি প্রকল্পের অধীনে একটি শৌচাগার তৈরির জন্য অর্থ পেয়েছেন। তবে, জায়গার অভাবে তাকে রান্নাঘরে একটি টয়লেট সিট স্থাপন করতে হয়েছিল। তবে, এটি কার্যকরী নয়। তিনি ব্যাখ্যা করেন যে তিনি তার ছয় সন্তানকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় রেললাইনে মলত্যাগের জন্য নিয়ে যান, এমনকি তাদের জীবনের ঝুঁকি নিয়েও।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
view commentsপিঙ্কি দেবী ব্যাখ্যা করেন যে, এখানেই টয়লেট সিটের উপরে খাবার রান্না করা হয়। রান্না করার পর, তা সেখানেই খাওয়া হয়। বাইরের ঘরটি রাস্তার পাশে, তাই এই ঘর দিয়ে ঘরে প্রবেশ করতে হয়। ঘরে ঢুকেই যে কেউ সবার প্রথমে নিজের সামনে টয়লেট সিট দেখতে পায়৷ তার স্বামী কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। তিনি সরকারের কাছে থাকার জন্য জমি এবং একটি টয়লেট দেওয়ার জন্য অনুরোধ করেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 6:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: টয়লেট সিটের উপরেই রান্না, সেখানেই হয় খাওয়া-দাওয়া, এই পরিবারের জীবন-যাপন দেখলে চোখে জল আসবে








