উড়ান ধরার তোড়জোড় চলছিল, আচমকাই বিমানসেবিকাকে মোজা খোলার নির্দেশ দেন অফিসারেরা ! তারপর যা হল… দেখে চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

এদিকে আমাদের পড়শি দেশ পাকিস্তানের সরকারি উড়ান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) তো গোটা বিশ্বে পাচারের নিরিখে শীর্ষে রয়েছে।

উড়ান ধরার তোড়জোড় চলছিল, আচমকাই বিমানসেবিকাকে মোজা খোলার নির্দেশ দেন অফিসারেরা; তারপর যা হল… দেখে চক্ষু চড়কগাছ সকলের (Photo: X)
উড়ান ধরার তোড়জোড় চলছিল, আচমকাই বিমানসেবিকাকে মোজা খোলার নির্দেশ দেন অফিসারেরা; তারপর যা হল… দেখে চক্ষু চড়কগাছ সকলের (Photo: X)
নয়াদিল্লি: সারা বিশ্ব জুড়ে উড়োজাহাজে করে সোনা, মাদক এবং বিদেশি মুদ্রা পাচার করা হয়। আর সাধারণত এই ধরনের কাজে যুক্ত থাকেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিমানকর্মীরাও। হামেশাই এহেন ঘটনা আমরা খবরে দেখি। গত মাসেই সোনা পাচারের অভিযোগে হাতেনাতে ধরা পড়েছিলেন এক ভারতীয় বিমানসেবিকা। এদিকে আমাদের পড়শি দেশ পাকিস্তানের সরকারি উড়ান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) তো গোটা বিশ্বে পাচারের নিরিখে শীর্ষে রয়েছে। এরপরে তারা বিদেশে গিয়ে রীতিমতো গা-ঢাকা দেয়। এবার পিআইএ-র এক বিমানসেবিকা বৈদেশিক মুদ্রা পাচার করতে গিয়ে ধরা পড়েছে। মজার বিষয় হল, সুন্দরী ওই বিমানসেবিকা নিজের মোজার ভিতরে ডলার এবং সৌদি রিয়াল লুকিয়ে রেখেছিলেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
গত শনিবারের ঘটনা। আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রা-সহ তাকে হাতেনাতে ধরেছে শুল্ক অফিসারেরা। এই কাজে তাঁদের সাহায্য করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং অভিবাসন দফতর। এর আগে ওই বিমানসেবিকা পাচারের সঙ্গে যুক্ত ছিল কি না, সেটা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।
advertisement
advertisement
দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ওই পাক বিমানসেবিকার কাছ থেকে ৩৭,৩১৮ ডলার (ভারতীয় মুদ্রায় ৩১২৪৩৫৬ টাকা) এবং ৪০,০০০ সৌদি রিয়াল (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২৬৫৩ টাকা) উদ্ধার হয়েছে। লাহৌর থেকে জেড্ডাগামী PIA-র উড়ান ধরার কথা ছিল ওই বিমানসেবিকার। তার চালচলন দেখে সন্দেহ হয় অফিসারদের। সন্দেহের ভিত্তিতে যখন বিমানবন্দরে তাকে খোঁজা হচ্ছিল, তখনই বিষয়টা প্রকাশ্যে আসে। আর অভিযুক্তের তল্লাশির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, এক মহিলা অফিসার ওই বিমানসেবিকার মোজা থেকে তাড়া তাড়া নোট বার করতে থাকেন।
advertisement
পাকিস্তানি বিমান সংস্থার বিমানকর্মীরা আবার বিদেশে বিশেষ করে কানাডায় গিয়ে গা-ঢাকা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধহস্ত। সম্প্রতি পাকিস্তান থেকে কানাডাগামী উড়ানের নুর শের নামে এক সদস্য কানাডায় গিয়ে গা-ঢাকা দিয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে প্রায় ১৪ জন বিমানকর্মী নিখোঁজ হয়ে গিয়েছেন। আবার ২০২২ সালের গোড়ার দিকে কানাডায় গিয়েছিলেন ৫ জন বিমানকর্মী। তবে তাঁরা আর দেশে ফেরেননি। আবার চলতি বছর মার্চ মাসে একাধিক পাসপোর্ট-সহ টরোন্টো বিমানবন্দরে আটক করা হয়েছিল এক পিএআইএ-র বিমানসেবিকাকে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
উড়ান ধরার তোড়জোড় চলছিল, আচমকাই বিমানসেবিকাকে মোজা খোলার নির্দেশ দেন অফিসারেরা ! তারপর যা হল… দেখে চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement