Shocking: বিয়ের রাতে আচমকা পেটে যন্ত্রণা সদ্যবিবাহিতা কনের, চিকিৎসক পরীক্ষা করে যা বললেন, পাত্রের পায়ের তলার মাটি কেঁপে উঠল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিয়ের রাতে আচমকাই কনের পেটে যন্ত্রণা শুরু হয়। ব্যথায় ছটফট করতে থাকে নতুন বৌ। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়
গ্রেটার নয়ডার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় সেকেন্দ্রাবাদের এক তরুণীর! সবকিছু ঠিকঠাক-ই চলছিল। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। জমজমাট বিয়েবাড়ি। উপচে পড়েছে অতিথি। খানা-পিনা- আড্ডা-সাজগোজ… সবই চলছিল ছন্দমত! আচমকাই ছন্দপতন! বিয়ের রাতে হঠাৎ কনের পেটে যন্ত্রণা শুরু হয়। ব্যথায় ছটফট করতে থাকেন নতুন বৌ। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে সদ্য বিয়ে হওয়া বর, শ্বশুড়-শাশুড়িকে যা বললেন চিকিৎসক, তাতে তাঁদের পায়ের তলার মাটি কেঁপে উঠল।
নববধূকে পরীক্ষা করে চিকিৎসক জানান, তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা। এর পরদিনই সন্তানের জন্ম দেন তরুণী। জানা যায়, মেয়েটির পরিবার পুরো বিযয়টিই আগে থেকে জানতেন। জানতেন, তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা। কিন্তু সবটাই লুকিয়ে গিয়েছেন পাত্র পক্ষের থেকে। বিয়ের আগে কনের স্ফীত পেট নজরে এসেছিল পাত্রের বাড়ির লোকজনের। প্রশ্ন করাতে, তরুণীর বাবা-মা বলেন, সম্প্রতি তরুণীর পেটে অপারেশন হয়েছে, সেই কারণে পেট স্ফীত রয়েছে এখনও। কিন্তু বিয়ের রাতে চিকিৎসক পরীক্ষা করে যা জানালেন, তাতে হতভম্ব পাত্র ও তাঁর বাড়ির সদস্যরা। তাঁরা কল্পনাও করতে পারেননি, তাঁদের বাড়ির বৌ বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন, এবং বিয়ের পরদিনই সন্তানের জন্ম দেবেন!
advertisement
advertisement
যদিও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি পাত্রপক্ষ, তবে তাঁরা এই বিয়েও মেনে নেননি। এই ঘটনার পর তাঁরা তরুণীর বাড়িতে খবর দেন। তাঁরা এসে মেয়ে ও নাতনিকে নিয়ে সেকেন্দ্রাবাদে ফিরে যান।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 2:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Shocking: বিয়ের রাতে আচমকা পেটে যন্ত্রণা সদ্যবিবাহিতা কনের, চিকিৎসক পরীক্ষা করে যা বললেন, পাত্রের পায়ের তলার মাটি কেঁপে উঠল