Teacher Stopped For Wearing Short Cloth: ছোট জামা পরায় বিদ্যালয়ে ঢুকতে বাধা, কতৃপক্ষ থেকে জারি করা হল বিশেষ নোটিশ

Last Updated:

গরমের কারণে ছেলেটি হাফপ্যান্ট পরে এসেছিল৷ কিন্তু স্কুল থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷

শর্টস পরে স্কুলে আসায় ঢুকতে বাধা(Photo: Men Media)
শর্টস পরে স্কুলে আসায় ঢুকতে বাধা(Photo: Men Media)
ম্য়ানচেস্টার: স্কুলে ইউনিফর্ম পড়ে যাওয়াই দস্তুর৷ কিন্তু তেরো বছরের বাচ্চার তাতে ঘোর আপত্তি৷ তার দাবি গরমে এই পোশাক মোটেও পরা যায় না৷ সেই জন্যই খোদ স্কুল কতৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন, সে ছোট হাফ প্যান্ট পরে স্কুলে যাবে৷
স্বাভাবিক ভাবেই বিদ্যালয় কতৃপক্ষ এই আবেদনে কর্ণপাত করেননি৷ আর তাতেই বেজায় চটেছে এক রত্তি ছেলেটা৷
advertisement
ঘটনাটি ঘটেছে, ম্যানচেস্টারে মার্পেল হল নামক স্কুলে৷ জুন মাসে প্রচন্ড গরম পড়ে৷ সেই কারণে স্কুল কতৃপক্ষ, ছাত্রীদের জন্য পোশাক পরিবর্তনের একটা সার্কুলেশন জারি করেছিল৷ কিন্তু ছাত্রদের পোশাক পরিবর্তনের কোনও ধরনের সার্কুলেশন দেওয়া হয়নি৷
advertisement
গরমের কারণে ছেলেটি হাফপ্যান্ট পরে এসেছিল৷ কিন্তু স্কুল থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷ আরও একবার ব্লেজার ছাড়া এসেছিলেন৷ কিন্তু তখনও তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷
তখনই সে রেগেমেগে ছাত্রীদের স্কার্ট পরে স্কুলে যায়৷ তার মনে হয়েছে গরমে এই পোশাকই উপযুক্ত৷ যেহেতু ছেলেটি স্কুল-পোশাকে ছিল তাই কতৃপক্ষও ছেলেটিকে বিদ্যালয়ে প্রবেশ করতে দিতে বাধ্য হয়৷
advertisement
তবে পরে স্কুল কতৃপক্ষ আরও এক নোটিশে জানায়, এই গরমে যাতে কারওর কষ্ট না হয়, সেই বিষয়টি তারা দেখবেন৷ তবে কেউ শর্টস পরে বা ইউনিফর্মের বাইরে কিছু পরে আসতে পারবেন না৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Teacher Stopped For Wearing Short Cloth: ছোট জামা পরায় বিদ্যালয়ে ঢুকতে বাধা, কতৃপক্ষ থেকে জারি করা হল বিশেষ নোটিশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement