আপনার কাছে মায়ের দেওয়া কানের দুল ও হাতের বালাজোড়া থাকলে আপনাকে রোখে কে . . .

Last Updated:

মায়ের কানের দুল ও হাতের বালাজোড়া আপনার কাছে থাকলে আপনি প্রকৃত ধনী ৷ শ্রীশ্রী জগজ্জননী মা সারদা ৷

#কলকাতা: মায়ের কানের দুল ও হাতের বালাজোড়া আপনার কাছে থাকলে আপনি প্রকৃত ধনী ৷ শ্রীশ্রী জগজ্জননী মা সারদা ৷ আমাদের চেতনে, অবচেতনে সব সময়েই আছেন ৷ এক সাধারণ পরিবারের এক সাধারণ নারী হয়েও ছিলেন অসাধারণ এক নারী, মা ৷ তিনি সবার মা ৷
তিনি তাঁর সন্তানদের অনেক অলঙ্কার দিয়ে গিয়েছেন তার মধ্যে থেকে আজ আমরা মায়ের দেওয়া এই দু'টি অলঙ্কারই আজ বের করব সিন্দুক থেকে ৷ মা আমাদের দিয়েছেন হাতে পড়ার বালাজোড়া ৷ যা সোনা বা প্ল্যাটিনামের থেকে কোনও অংশে কম নয় ৷ মায়ের দেওয়া এই বালাজোড়া অর্থাৎ অন্যের দুঃখ দুর্দশায় নিজের হাত বাড়িয়ে দিয়ে বিপদে ঝাঁপিয়ে পড়া কথা বলা হয়েছে ৷
advertisement
বালাজোড়া যেমন হাতের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে ঠিক তেমনই যদি অন্যের জন্য মনে সংবেদনশীলতা থাকে তাহলে অন্যের বিপদে আপদে এগিয়ে যাবে সেই হাত ৷ সে যতই প্রতিকূল পরিস্থিতিই হোক না কেন ৷ আর্ত মানুষের সেবায় যখনই আপনার হাত পৌঁছবে তখনই আপনি মনে করবেন মায়ের বালা আপনার কাছে আছে আসলে তো মায়ের বালা জোড়া নয়, মায়ের আশীর্বাদ ৷
advertisement
advertisement
মায়ের বালাজোড়ার সঙ্গে সঙ্গে যদি আপনার কাছে মায়ের কানের দুল আপনার কাছে আপনি জয়ী হবেন সব যুদ্ধেই ৷ মায়ের কানের দুল অর্থাৎ মা আমাদের শিখিয়েছেন কেউ কখনও কোনও খারাপ কিছু কানে শুনবে না ৷ খারাপ কিছু কানে এলেও তা তৎক্ষণাত বর্জন করবে ৷ ভাল শুনবে, ভাল ভাববে আর ভাল করবে তাহলেই সংসারে শান্তি স্থায়ী ভাবে পাবে ৷ তবেই মুখ থেকে শুধুই বেরবে ভাল কথা আর মুখের ভাবনার বর্হিঃপ্রকাশ তোমার কাজেও হবে ৷ তাই সব সময়ে মায়ের দেওয়া বালাজোড়া ও দুল আপনি পরে থাকুন আপনার থেকে বড় ধণী পৃথিবীতে আর কেউ হতেই পারবেনা ৷
advertisement
মায়ের এই দুই অলঙ্কার দিয়ে সমাজ ভালবাসায় ভরিয়ে দিন ৷ ঘৃণা, যুদ্ধা, লড়াই কোনও কিছু দিয়েই কিছু জয় করতে পারবেন না ৷ যদি ভালবাসাই একমাত্র পৃথিবীর সব তিক্ততাকে ভুলিয়ে ফোটাতে পারে ভালবাসার পদ্ম ৷ প্রেমই সর্বশ্রেষ্ঠ ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আপনার কাছে মায়ের দেওয়া কানের দুল ও হাতের বালাজোড়া থাকলে আপনাকে রোখে কে . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement