#কলকাতা: মায়ের কানের দুল ও হাতের বালাজোড়া আপনার কাছে থাকলে আপনি প্রকৃত ধনী ৷ শ্রীশ্রী জগজ্জননী মা সারদা ৷ আমাদের চেতনে, অবচেতনে সব সময়েই আছেন ৷ এক সাধারণ পরিবারের এক সাধারণ নারী হয়েও ছিলেন অসাধারণ এক নারী, মা ৷ তিনি সবার মা ৷
তিনি তাঁর সন্তানদের অনেক অলঙ্কার দিয়ে গিয়েছেন তার মধ্যে থেকে আজ আমরা মায়ের দেওয়া এই দু'টি অলঙ্কারই আজ বের করব সিন্দুক থেকে ৷ মা আমাদের দিয়েছেন হাতে পড়ার বালাজোড়া ৷ যা সোনা বা প্ল্যাটিনামের থেকে কোনও অংশে কম নয় ৷ মায়ের দেওয়া এই বালাজোড়া অর্থাৎ অন্যের দুঃখ দুর্দশায় নিজের হাত বাড়িয়ে দিয়ে বিপদে ঝাঁপিয়ে পড়া কথা বলা হয়েছে ৷
বালাজোড়া যেমন হাতের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে ঠিক তেমনই যদি অন্যের জন্য মনে সংবেদনশীলতা থাকে তাহলে অন্যের বিপদে আপদে এগিয়ে যাবে সেই হাত ৷ সে যতই প্রতিকূল পরিস্থিতিই হোক না কেন ৷ আর্ত মানুষের সেবায় যখনই আপনার হাত পৌঁছবে তখনই আপনি মনে করবেন মায়ের বালা আপনার কাছে আছে আসলে তো মায়ের বালা জোড়া নয়, মায়ের আশীর্বাদ ৷
মায়ের বালাজোড়ার সঙ্গে সঙ্গে যদি আপনার কাছে মায়ের কানের দুল আপনার কাছে আপনি জয়ী হবেন সব যুদ্ধেই ৷ মায়ের কানের দুল অর্থাৎ মা আমাদের শিখিয়েছেন কেউ কখনও কোনও খারাপ কিছু কানে শুনবে না ৷ খারাপ কিছু কানে এলেও তা তৎক্ষণাত বর্জন করবে ৷ ভাল শুনবে, ভাল ভাববে আর ভাল করবে তাহলেই সংসারে শান্তি স্থায়ী ভাবে পাবে ৷ তবেই মুখ থেকে শুধুই বেরবে ভাল কথা আর মুখের ভাবনার বর্হিঃপ্রকাশ তোমার কাজেও হবে ৷ তাই সব সময়ে মায়ের দেওয়া বালাজোড়া ও দুল আপনি পরে থাকুন আপনার থেকে বড় ধণী পৃথিবীতে আর কেউ হতেই পারবেনা ৷
মায়ের এই দুই অলঙ্কার দিয়ে সমাজ ভালবাসায় ভরিয়ে দিন ৷ ঘৃণা, যুদ্ধা, লড়াই কোনও কিছু দিয়েই কিছু জয় করতে পারবেন না ৷ যদি ভালবাসাই একমাত্র পৃথিবীর সব তিক্ততাকে ভুলিয়ে ফোটাতে পারে ভালবাসার পদ্ম ৷ প্রেমই সর্বশ্রেষ্ঠ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bungles, Ear Rings, Richest, Sarada Maa