এনগেজমেন্ট অনুষ্ঠানে রিং'-এর গ্র্যান্ড এন্ট্রি ! অবাক না হয়ে ভিডিওটি দেখুন
- Published by:Brototi Nandy
Last Updated:
সম্প্রতি মুম্বাই-ভিত্তিক সেলিব্রিটি ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন। এখানে দেখা যাচ্ছে এক দম্পতির এনগেজমেন্ট অনুষ্ঠানে রিং এর গ্রান্ড এন্ট্রি হচ্ছে। সোশ্যাল মিডিয়াকে অবাক করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ring entry in engagement ceremony
বিয়ের অনুষ্ঠান হোক কিংবা সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রেই আমরা নতুন বর কনের গ্র্যান্ড এন্ট্রি দেখে থাকি। কিন্তু এনগেজমেন্ট অনুষ্ঠানে রিং এর গ্র্যান্ড এন্ট্রি এবার প্রথমবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ঘটনাটি কিন্তু মোটেও কাল্পনিক বা সাজানো না বরং একদম সত্যি। সম্প্রতি মুম্বাই-ভিত্তিক সেলিব্রিটি ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন। এখানে দেখা যাচ্ছে এক দম্পতির এনগেজমেন্ট অনুষ্ঠানে রিং এর গ্রান্ড এন্ট্রি হচ্ছে। সোশ্যাল মিডিয়াকে অবাক করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গেছে একটি এনগেজমেন্টের অনুষ্ঠান চলছে। সেখানে দুই দিকে উপস্থিত অতিথিদের ভিড়। মধ্যেখান দিয়ে একটি আংটির প্রতিরূপ ঘূর্ণায়মান অবস্থায় নতুন বর কনের দিকে অগ্রসর হচ্ছে। আংটির মডেলটি বেশ বড় আকৃতির ,দেখে মনে হচ্ছিল ওপরে হিরে বসানো এটি একটি সোনার আংটি। এটি ধীরে ধীরে মঞ্চের দিকে পৌঁছালে বর এবং কনে নিজেদের আসল আংটি দুটি বের করে নেয়। ভিডিওটি এখানে দেখুন -
advertisement
advertisement
advertisement
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর প্রায় এক মিলিয়ন ভিউ অর্জন করেছে। তবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এটি দেখে খুব বেশি প্রভাবিত হননি।
কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য রেখে অনেকেই এটিকে "তামাশা" বলে অভিহিত করেছেন। কারো কারো মতে এটা নেহাতই অর্থের অপচয়।
একজন ইউসার লিখেছেন "আপনি অনন্য প্রবেশের জন্য এত খরচ করেছেন, বরং আপনার অতিথিদের জন্য চেয়ার সরবরাহ করা উচিত ছিল। "
advertisement
অন্য একজন মন্তব্য করেছেন, "এটি কোন এন্ট্রি নয়। আমি এটাকে তামাশা বলি।"
ভিডিওটি দেখে আপনারাও নিজেদের মনের ভাব প্রকাশ করুন।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 7:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এনগেজমেন্ট অনুষ্ঠানে রিং'-এর গ্র্যান্ড এন্ট্রি ! অবাক না হয়ে ভিডিওটি দেখুন