গ্রাম-থানার নাম 'চুটিয়া', সম্মান নিয়ে টানাটানি হচ্ছে বাসিন্দাদের! অবিলম্বে বদলের দাবি

Last Updated:

অশ্রাব্য গালিগালাজের সঙ্গে এই নামের প্রবল মিল থাকায়, অস্বস্তিতে গোটা গ্রামের বাসিন্দারা। (Chutia Police Station)

চুটিয়া পুলিশ স্টেশন
চুটিয়া পুলিশ স্টেশন
#রাঁচি: শেক্সপিয়র বলেছিলেন, 'নামে কী যায় আসে?' কিন্তু ঝাড়খণ্ডের রাঁচির গ্রামবাসীদের এই প্রশ্ন করে দেখুন, তাঁরা হয়তো সকলে মিলে বলবেন, 'অনেক কিছু আসে যায়'। রাঁচির এই এলাকার নাম 'চুটিয়া'। অশ্রাব্য গালিগালাজের সঙ্গে এই নামের প্রবল মিল থাকায়, অস্বস্তিতে গোটা গ্রামের বাসিন্দারা। লোকে মস্করা করেন তাঁদের গ্রামের নাম ও পুলিশ স্টেশন নিয়ে। তা যথেষ্ট আত্মসম্মানেরও গ্রামবাসীদের কাছে।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জেরে এবার গ্রাম ও পুলিশ স্টেশনের নাম বদলের দাবি তুলেছেন। প্রশাসনের কর্তারা গ্রাম ও থানার নাম বদলাবেন কিনা, তা জানা যায়নি এখনও। তবে এলাকার এমন নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি। এলাকার নাম এমন, যে লজ্জায় বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারেন না কেউ। হাজারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েও লাভ হয়নি কিছুই। নাম বদলায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: 'তদন্তে নয়, সম্মানহানিতেই ভয়’, ফিরহাদ হাকিমের মন্তব্যে তুমুল শোরগোল
খবরের কাগজেও এই সমস্যা নিয়ে রিপোর্ট বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেগুলি শেয়ার করে ঠাট্টা-তামাশা করছেন নেটিজেনের একাংশ। কেউ আবার সহমর্মী গ্রামবাসীদের সঙ্গে। তাঁরাও এই নাম, যার সঙ্গে গালাগালির মিল রয়েছে তা বদলের দাবি তুলেছেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গ্রাম-থানার নাম 'চুটিয়া', সম্মান নিয়ে টানাটানি হচ্ছে বাসিন্দাদের! অবিলম্বে বদলের দাবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement