Ramadan 2021: পবিত্র মাসেও পিছু ছাড়েনি করোনা, রমজান পালনে নজর দেবেন কোন বিষয়গুলিতে? জানুন...

Last Updated:

বাড়তে থাকা করোনা গ্রাফের কথা মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া (Islamic Centre of India) ও বেশ কয়েকটি স্বাস্থ্

#নয়াদিল্লি: পবিত্র রমজান ১২ এপ্রিল থেকে শুরু। এদিকে দেশের করোনা গ্রাফ উর্ধ্বমুখী। একাধারে চলছে করোনা টিকাদানের কাজ। গত বছরও একই সময়ে গোটা বিশ্বের করোনা পরিস্থিতি উর্ধ্বগগনে ছিল। স্বাভাবিক ভাবেই এই পবিত্র মাসটিতে ইসলাম সম্প্রদায়ের মানুষদের অনেক বিধিনিষেধ মানতে হয়েছিল। নামাজের জমায়েতগুলিকেও স্থানান্তরিত করে ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছিল।
বাড়তে থাকা করোনা গ্রাফের কথা মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া (Islamic Centre of India) ও বেশ কয়েকটি স্বাস্থ্য ও সাংস্কৃতিক সংগঠন নিরাপদ ও সুস্থ থাকার জন্য প্রোটোকল জারি করেছে। ‘হু’-এর (WHO) বার্তায় উঠে এসেছে মূলত অতি ভিড় এলাকা, যেমন মার্সি টেবিল এড়ানো উচিত। এছাড়াও বলা হয়েছে, সাধারণত রমজান চলাকালীন ধর্মপ্রাণ মানুষেরা মসজিদে জাকাত অর্থাৎ দান করে থাকেন, সেটা খাবারও হতে পারে আবার আর্থিক সাহায্য হতে পারে। সেই সব দান মসজিদ কর্তৃপক্ষ আবার দুঃস্থদের দান করেন। সেক্ষেত্রে বলা হয়েছে রান্না করা বা প্যাক করা খাবার দানের জন্য না দিয়ে দানের অর্থ COVID-19 টিকাকরণের জন্য ব্যবহার করা হোক। রমজানের উপবাসের সময়ে বেশিরভাগ মুসলমান দিনের বেলা খাবার এবং পানীয় থেকে বিরত থাকেন। সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে ‘সুহুর’ অর্থাৎ ভোরের খাবার এবং ইফতারের খাবার আয়োজনের জন্য একত্রিত না হয়ে সেগুলিকে ভার্চুয়াল ভাবে পালন করা উচিত।
advertisement
ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া-র (Islamic Centre of India) নির্দেশিকায় বলা হয়েছে-
advertisement
রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, সুতরাং সকলকে অবশ্যই রোজা পালন করতে হবে। মসজিদে মসজিদে তারাভিহ-র (Tarawih) একটি পূর্ণ এবং আরেকটির অর্ধেক অনুচ্ছেদ পড়লেই চলবে। রমজান পরিচালনার দায়িত্বে যাঁরা থাকছেন, রাতের কারফিউ শুরু হওয়ার আগে তাঁদের বাড়িতে ঢুকে যেতে হবে। সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- কোনও মসজিদে ১০০ জনের বেশি লোকের ভিড় করা চলবে না। নামাজের সময়ে সকলের মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় থাকছে কি না, সে দিকে প্রতিটি মসজিদকে নজর দিতে বলা হয়েছে এই নির্দেশিকায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ramadan 2021: পবিত্র মাসেও পিছু ছাড়েনি করোনা, রমজান পালনে নজর দেবেন কোন বিষয়গুলিতে? জানুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement