স্বাস্থ্যকর্মী সেজে বিনামূল্যে KFC এর চিকেন খেলেন দুই প্র্যাঙ্কস্টার

Last Updated:

বিনামূল্যে KFC এর চিকেন খেতে দুইজন প্র্যাঙ্কস্টার স্বাস্থ্যকর্মী সেজে যান KFC এর আউটলেটে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয় এবং ৭.৯ মিলিয়নেরও বেশি ভিউস অর্জন করে। two prankstar dressed as medical officer to enjoy free KFC chicken

সুস্বাদু খাবার আমাদের সকলেরই খুবই পছন্দের। কিন্তু সেই খাবার যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো আর কথায় নেয়। কোন টাকা পয়সা খরচ না করে কোন ভালো রেঁস্তোরা কিংবা কোন অনুষ্ঠানে গিয়ে মুখে জল আনা টেস্টি খাবার খেতে কার না ভালো লাগে। ঠিক এমনটাই ঘটেছে এই ভাইরাল ভিডিটিতে। বিনামূল্যে KFC এর চিকেন খেতে দুইজন প্র্যাঙ্কস্টার স্বাস্থ্যকর্মী সেজে যান KFC এর আউটলেটে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয় এবং ৭.৯ মিলিয়নেরও বেশি ভিউস অর্জন করে। ভাইরাল হওয়া ভিডিওতে এই দুজন ব্যক্তিকে হাজমাট স্যুট পড়ে KFC এর আউটলেটের ভিতরে হাঁটতে দেখা যায়। সেন্টার অফ ডিজিজ অ্যান্ড প্রিভেনশন”-এর অফিসার হিসেবে তার নিজেদের পরিচয় দেন এবং তাদের বলেন যে “ইউরোপে চিকেন নিয়ে একটা প্রাদুর্ভাব ঘটেছে, আপনি হয়তো জানেন। সুতরাং, এটি শুধুমাত্র সতর্কতামূলক… আপনার কাছে কি কোন ছোট চিকেন বাইট আছে তাহলে আমরা এটিকে ল্যাবে নিয়ে আসতে পারি।” এই দুই প্র্যাঙ্কস্টারের কথা বলার ভঙ্গিমায় এবং অভিব্যক্তি দেখে কেউ তাদের সন্দেহ করতে পারেনি এবং নির্দ্বিধায় তাদের কথা বিশ্বাস করেছে। এদের কথায় ওই আউটলেটের ম্যানেজারের চোখে মুখে উদ্বিগ্নতা ভেসে ওঠে। তিনি প্র্যাঙ্কস্টারদের বলেন "ঠিক আছে " এটা কোন ব্যাপার না। কতটা লাগবে ? " উত্তরে একজন প্র্যাঙ্কস্টার জানান "মুরগি যত বেশি হবে পরীক্ষা তত ভাল হবে।"
এরপরে ম্যানেজার তাদের দুই মিনিট অপেক্ষা করতে বলে ভিতরে যায় তখন একজন প্র্যাঙ্কস্টার অন্যজনকে বলে “তুমি একজন ইন্টার্নের জন্য দুর্দান্ত কাজ করেন। তুমি খুব ভালো উইংম্যান।” শেষে ওই ম্যানেজার চিকেন উইংসের একটি বাক্স তাদের হাতে তুলে দেয়। তাদের উদ্দেশ্য সফল হওয়ার পর ওখান থেকে ফিরে যাওয়ার সময় তারা প্যাকেটটি ব্যাগ ঢুকিয়ে বলেন "তাহলে আপনি ছয় মাসের মধ্যে ফল পাবেন। শুধু আপনার ইমেল চেক করবেন ।" ভিডিওটির শেষের অংশটা দেখলে আপনি নিজের হাসি ধরে রাখতে পারবেন না। এই দুই নকল মেডিয়াসিল অফিসার প্যাকেট থেকে চিকেন উইংস বের করে খেতে থাকে। বিনামূল্যে KFC এর চিকেন উপভোগ করার আনন্দ দুজনের চেহারায় ফুটে উঠছিল। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
View this post on Instagram

A post shared by GREEDY GUYS (@greedyguys)

advertisement
advertisement
একজন মন্তব্য করেছেন “মজার কিছু নয়, এখানে আসার ব্যাপারে আপনি লোকেদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে রেস্টুরেন্টের ক্ষতি করতে পারেন। "
অপর একজনের কথায় "এছাড়াও, একজন এজেন্টের ছদ্মবেশ ধরে আসা একটি অপরাধ। " অন্য একজন ব্যক্তি কমেন্ট করেছেন "এটি অবৈধ বলে মনে হচ্ছে... ছদ্মবেশী। "
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
স্বাস্থ্যকর্মী সেজে বিনামূল্যে KFC এর চিকেন খেলেন দুই প্র্যাঙ্কস্টার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement