বিপদ থেকে বাঁচতে ঘুষের টাকা গিলে ফেলল পুলিশ ! ভিডিও ভাইরাল
- Published by:Brototi Nandy
Last Updated:
মোষ চুরি মামলায় সাব-ইন্সপেক্টর মহেন্দ্র উলা ভিজিল্যান্স আধিকারিকদেড় হাত থেকে বাঁচার জন্য ঘুষের টাকা মুখে পুড়ে গিলে ফেলার চেষ্টা করে। sub inspector tries to swallow bribe money
ফরিদাবাদের একজন সাব ইন্সপেক্টর মোষ চুরির মামলায় ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে এবং নিজেকে বাঁচাতে সে সেই ঘুষের টাকা মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করে। রিপোর্ট অনুসারে জানা গেছে যে শম্ভু নাথ নামে একজন ব্যক্তির মোষ চুরি গিয়েছিল। সাব-ইন্সপেক্টর মহেন্দ্র উলা শম্ভুনাথের কাছ থেকে ১০,০০০ টাকা ঘুষ চেয়েছিল যার মধ্যে ৬০০০ টাকা ইতিমধ্যে মহেন্দ্র উলাকে দেওয়া হয়েছিল।
ভিজিল্যান্স টিম শম্ভু নাথের দায়ের করা একটি অভিযোগ থেকে ঘুষ সম্পর্কে জানতে পেরে ধরার জন্য ফাঁদ পাতে। শম্ভু নাথের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় মহেন্দ্র উলা ভিজিল্যান্স টিমের হাতে ধরা পরে যায়। তারা পুলিশ ইন্সপেক্টরকে তাড়া করলে এবং তাকে ধরতে গেলে মহেন্দ্র উলা ঘুষের টাকা মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করে কিন্তু ভিজিল্যান্স আধিকারিকরা তার মুখে আঙুল ঢুকিয়ে টাকা বের করতে গেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়. পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পরে। ভিডিওটি শেয়ার হলে কিছু সময়েই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখুন -
advertisement
@HaryanaPolice27 cop caught red handed taking bribe at Faridabad. swallows bribe money @cmohry pic.twitter.com/bjEYYrr4LQ
— Sushil Manav (@sushilmanav) December 13, 2022
advertisement
ভাইরাল ভিডিওতে ভিজিল্যান্স আধিকারিকদের সঙ্গে সাব ইন্সপেক্টরের হাতাহাতি করতে দেখা যায়। উলাকে মাটিতে বেঁধে রেখে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘুষের টাকা বের করার চেষ্টা করা হচ্ছিল।
advertisement
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ছড়িয়ে পড়তে থাকে এবং লোকেদের প্রতিক্রিয়া পেতে থাকে।
view commentsLocation :
First Published :
December 20, 2022 6:40 PM IST