Inspiration: স্বপ্ন IAS অফিসার হওয়া, রোজ ৪০ কিমি সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি দরিদ্র ছাত্রের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Inspiration: সুইগি-তে চাকরি করে সংসারের পাশে দাঁড়াতে চান তিনি। তাঁর টাকাতেই যোগান হয় সংসারের রসদের
সুইগি-র এজেন্ট সৌরভ ভরদ্বাজের জীবনের গল্প ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের মন। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডল (পূর্বতন ট্যুইটার)-এ তাঁর জীবন সংগ্রাম শেয়ার করেছেন হতিন্দর সিং। এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে সৌরভ সাইকেল চালিয়ে যাচ্ছেন।
হতিন্দর জানিয়েছেন সৌরভ গত চার মাস ফুড ডেলিভারি অ্যাপের কর্মী হিসেবে কাজ করছেন। প্রতিদিন বিকেল ৪ থেকে রাত ১১ পর্যন্ত সাইকেলে খাবার ডেলিভারি করেন এই তরুণ। গড়পড়তায় ৪০ কিমি পথ তাঁকে পাড়ি দিতে হয়। এভাবেই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর স্বপ্ন আইএএস অফিসার হওয়া। সৌরভের বাবা পেশায় আলোকচিত্রী। মা পড়ান বেসরকারি স্কুলে। সুইগি-তে চাকরি করে সংসারের পাশে দাঁড়াতে চান তিনি। তাঁর টাকাতেই যোগান হয় সংসারের রসদের।
advertisement
আরও পড়ুন : কলকাতায় কতদিন চলবে বৃষ্টি? ঠান্ডাই বা পড়বে কবে থেকে? জানুন আবহাওয়ার পূর্বাভাস
হিন্দু হলেও ব্যক্তিগত ও অন্তরাত্মার বিশ্বাসকে অনুসরণ করে পাগড়ি পরেন সৌরভ। তাঁর ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘‘পাতিয়ালার এই তরুণের কথা জেনে উদ্বুদ্ধ হন। তিনি আইটিআই কলেজে পড়েন। একইসঙ্গে সুইগি-তে চাকরিও করেন। প্রতিদিন ৪০ কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে অর্ডার ডেলিভারি করেন। তাঁর বাবা আলোকচিত্রী হলেও উপার্জন বেশি নয়। পরিবারের পাশে দাঁড়াতে তিনি কাজ করেন। তাঁর কঠোর পরিশ্রমকে কুর্নিশ।’’
advertisement
advertisement
Let’s Call The Day With Story Of This Brother From Patiala, Doing ITI & Working As A Food Delivery Boy With @Swiggy
He Everyday Pedals 40Kms To Deliver Orders, Father Works As Photographer But Doesn’t Earns Much, So To Help Family He Do This Work.
Kudos To His Hardwork
🙏❤️ pic.twitter.com/FRLMhd6Glz— ਹਤਿੰਦਰ ਸਿੰਘ (@Hatindersinghr3) December 4, 2023
advertisement
তাঁর এই পোস্টে উচ্ছ্বসিত নেটিজেনরা। এক জন লিখেছেন, ‘‘অপূর্ব ও অনুপ্রেরণামূলক। তারুণ্যের এই কর্মশক্তিকে আমাদের সমর্থন করতে হবে। বাহবা জানাতে হবে। কঠোর পরিশ্রমটাই সপ্রতিভতা। অ্যালকোহল বা ড্রাগস মান স্মার্টনেস নয়। এই তরুণ অনেক দূর পাড়ি দেবে।’’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 4:40 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Inspiration: স্বপ্ন IAS অফিসার হওয়া, রোজ ৪০ কিমি সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি দরিদ্র ছাত্রের