পঞ্চাঙ্গ ৩১ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Pooja Basu
Last Updated:
৩১ মার্চের কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে।
পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৩১ মার্চের কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ বর্তমানে নির্ধারণ করা হয়ে থাকে। বার হল বুধ এবং এই তৃতীয়া তিথি থাকবে ৩১ মার্চ দুপুর ২টো ০৬ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে চতুর্থী তিথি।
advertisement
advertisement
এই চতুর্থী তিথিকে সঙ্কষ্টী চতুর্থী নামে অভিহিত করা হয়। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শাস্ত্রে গণেশের আরাধনার জন্য প্রশস্ত বলে উল্লেখ করা হয়েছে। বছরে যেহেতু ১২টি মাস, সেই জন্য প্রতি মাসেই একটি করে সঙ্কষ্টী চতুর্থী তিথি উদযাপিত হয়। এর মধ্যে চৈত্র মাসে যে ব্রত উদযাপিত হয়, তাকে বলা হয় বালচন্দ্র সঙ্কষ্টী চতুর্থী।
advertisement
পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৩১ মার্চ রাত ৯টা ৩৯ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ১ এপ্রিল সকাল ৮টা ০২ মিনিটে।
এই ২০৭৭ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথির নক্ষত্র হল স্বাতী। ৩১ মার্চ, বুধবার সকীল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত স্বাতী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে বিশাখা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে মীন রাশিতে। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে ১ এপ্রিল রাত ১টা ১৬ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে বৃশ্চিক রাশিতে।
শুভ মুহূর্ত- ৩১ মার্চ অভিজিৎ মুহূর্ত পড়েনি। আজ অমৃতকাল শুরু হচ্ছে রাত ১১টা ২৬ মিনিটে, শেষ হচ্ছে রাত ১২টা ৫৩ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্চাঙ্গ মতে ৩১ মার্চ রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১২টা ২৫ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ৫৯ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view commentsLocation :
First Published :
March 31, 2021 10:56 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পঞ্চাঙ্গ ৩১ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!