Optical Illusion: জাদুকরের টুপি থেকে খরগোশ বের করতে পারলে আপনি জিনিয়াস, সময় ১০ সেকেন্ড! পারবেন?

Last Updated:

Optical Illusion: টুপির মধ্যে থেকে খুঁজে বের করতে হবে একটা খরগোশ, তাও আবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে, পারবেন?

ভাইরাল অপটিকাল ইলিউশন
ভাইরাল অপটিকাল ইলিউশন
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
. .
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোয় বৃষ্টির আশঙ্কার মেঘ কি কাটল? আবহাওয়া নিয়ে বড় খবর জানুন
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা যতটা না নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার, তার চেয়েও বেশি করে বুদ্ধিমত্তা যাচিয়ে নেওয়ার। এই ছবিতে অনেক কিছুর ভিড় নেই, স্রেফ একজন বৃদ্ধকেই দেখতে পাচ্ছি আমরা, বেশ রাগি মুখ, মাথায় জাদুকরের টুপি, এবার সেই টুপির মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা খরগোশ, তাও আবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই খরগোশ। ছোটবেলায় আমরা অনেকেই জাদুকরকে টুপি থেকে খরগোশ বের করতে দেখেছি, কিন্তু এখানে সেই জাদুকর রাগি বলেই বোধহয় খেলা দেখাবে না, কাজটা করতে হবে আমাদেরই, খেয়াল করলেই জাদুকরের মুখের সঙ্গে খরগোশের অবয়বের সাদৃশ্য পাওয়া যাবে, বুদ্ধি খাটিয়ে ছবি উল্টে নিলেই দেখা যাবে জাদুকর উধাও, তার টুপির ভিতর থেকে বেরিয়ে আসছে সেই খরগোশ, তা, যাঁদের বুদ্ধি খুব তীক্ষ্ণ, তাঁরাও কি ছবিটা উল্টে নিয়েছিলেন?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: জাদুকরের টুপি থেকে খরগোশ বের করতে পারলে আপনি জিনিয়াস, সময় ১০ সেকেন্ড! পারবেন?
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement