Optical Illusion: এই ছবিতে কী দেখছেন প্রথমে? সেটাই বলে দেবে আপনি কেমন মানুষ, আপনার গোপন দিক

Last Updated:

Optical Illusion: কেউ কেউ প্রথমেই চাঁদ দেখছেন, তো কেউ কেউ আবার প্রথমেই মুখ দেখছেন, কেউ বা আবার প্রথমেই প্রজাপতি দেখছেন। এর থেকে বোঝা যাবে, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য।

অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়
অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! রহস্যময় ছবিটিতে দেখা যাচ্ছে দু’টি চাঁদ, দু’টি মুখ এবং একটি প্রজাপতি। এবার সকলেই যে প্রথমেই এক জিনিস দেখবেন, তেমনটা নয়। কেউ কেউ প্রথমেই চাঁদ দেখছেন, তো কেউ কেউ আবার প্রথমেই মুখ দেখছেন, কেউ বা আবার প্রথমেই প্রজাপতি দেখছেন। এর থেকে বোঝা যাবে, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। আসলে মানুষটি অন্তর্মুখী না কি বহির্মুখী স্বভাবের, সেটা বোঝা যাবে।
advertisement
দু’টি চাঁদ:
advertisement
যাঁরা প্রথমেই দু’টি চাঁদ দেখবেন, তাঁরা আসলে অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকেন। অন্যান্যদের তুলনায় এঁরা সাধারণত পরিস্থিতি খতিয়ে দেখতে পছন্দ করেন। ধৈর্য এবং জেদের পরীক্ষা দিয়ে থাকেন কখনও কখনও।
দু’টি মুখ:
যাঁরা প্রথমেই দু’টি মানুষের মুখ দেখছেন, তাঁরা আসলে বহির্মুখী স্বভাবের হন। এঁরা বেশ মিশুকে স্বভাবের হয়ে থাকেন এবং সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। সফল হওয়ার খিদেটাও এঁদের মধ্যে থাকে। অন্যদের সঙ্গে সময় কাটানোটা উপভোগ করেন এঁরা।
advertisement
প্রজাপতি:
যাঁরা প্রথমেই একটি প্রজাপতি দেখবেন, তাঁরা সাধারণ ভাবে অন্তর্মুখিতা এবং বহির্মুখিতার মাঝামাঝি জায়গায় অবস্থান করেন। এঁরা কোনও বিষয়ের উজ্জ্বল দিকটি নিরীক্ষণ করেন, আবার চাপের পরিস্থিতিকে এঁরা বিশেষ পছন্দ করেন না। ফলে চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকে এই মানুষগুলি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: এই ছবিতে কী দেখছেন প্রথমে? সেটাই বলে দেবে আপনি কেমন মানুষ, আপনার গোপন দিক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement