Optical Illusion: পার্কে খেলছে বাচ্চারা, কাছেই লুকিয়ে বাঘ! ১৫ সেকেন্ডে খুঁজতে পারলে আপনিই সেরা বুদ্ধিমান
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Optical Illusion: যে বাঘটাকে আমাদের খুঁজে বের করতে হবে, তাও আবার মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে, সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধাঁয় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিতে এত কিছুর ভিড় সাজানো রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। কেন না, এখানে দেখা যাচ্ছে এক পার্কের ছবি। বাচ্চারা ছুটোছুটি করে খেলছে, স্লিপ বেয়ে নামছে-উঠছে, দোলনায় চড়ছে, একটু বড় একজন আবার বেঞ্চে বসে মোবাইল ঘাঁটতে ব্যস্ত, পাশে শুয়ে তার বিড়াল। এত কিছুর মধ্যে যে বাঘটাকে আমাদের খুঁজে বের করতে হবে, তাও আবার মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে, সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
advertisement
ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই বাঘ ঘাপটি মেরে।

চোখ রাখতে হবে ছবির ডান দিকের একেবারে কোণের ঝোপে, সেখানে ফুল ফুটে রয়েছে, আর তারই মাঝে উঁচিয়ে আছে বাঘটার ডোরাকাটা লেজ, তাকে পুরোটা দেখা যাচ্ছে না, দেখা গেলে আর লুকিয়ে থাকার মানে কী, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 2:56 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: পার্কে খেলছে বাচ্চারা, কাছেই লুকিয়ে বাঘ! ১৫ সেকেন্ডে খুঁজতে পারলে আপনিই সেরা বুদ্ধিমান