Optical Illusion: 'Q '-এর ভিড়ে লুকিয়ে '0'! ১০ সেকেন্ডে পারবেন খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই ডাহা ফেল

Last Updated:

Optical Illusion: ব্রাইট সাইড এই ধাঁধাটি শেয়ার করেছেন। নীলাভ বেগুনী পটভূমির উপর সাদা রঙ দিয়ে ইংরাজিতে ‘Q’ লেখা রয়েছে। এই লেখার ভিড়ে লুকিয়ে ‘0’। আপনাকে এটি খুঁজে বের করতে হবে ১০ সেকেন্ডে।

অপটিক্যাল ইলিউশন: অপটিক্যাল ইলিউশন শৈশবের কথা মনে করিয়ে দেয়। কিছু ছবি আছে যা এক ঝলক দেখলে তাদের রহস্য সমাধান করা কঠিন হয়ে পরে। এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয় যা চোখকে বিভ্রান্ত করে। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্ক ও দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
যে কোনও অপটিক্যাল ইলিউশন খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলে বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! আজও, আপনার জন্য একই রকম একটি ধাঁধা নিয়ে এসেছি, যার সমাধান করতে আপনাকে মনোযোগ সহকারে। আপনার যুক্তি এবং তীক্ষ্ণ দৃষ্টি পরীক্ষা করার জন্য আপনাকে এই অপটিক্যাল ইলিউশনটি দেওয়া হল।
advertisement
advertisement
ধাঁধা শুধুমাত্র আপনার পর্যবেক্ষণের দক্ষতাকে পরীক্ষা করে না, বরং আপনার সময়ও কোনও গঠনমূলক কাজের মাধ্যমে কাটাতে বাধ্য করে। বিশেষ করে সেই ধাঁধাগুলো, যেগুলো সমাধান করতে অনেক সময় লাগে।
advertisement
ব্রাইট সাইড এই ধাঁধাটি শেয়ার করেছেন। নীলাভ বেগুনী পটভূমির উপর সাদা রঙ দিয়ে ইংরাজিতে ‘Q’ লেখা রয়েছে। কিন্তু মজার বিষয় হল এই লেখার ভিড়ে লুকিয়ে ‘0’। এটি আপনার চোখের সামনেই আছে, তবে তা দেখতে পাওয়া খুব সহজ নয়। আপনাকে এটি খুঁজে বের করতে হবে ১০ সেকেন্ডে। দেখে খুব কঠিন লাগলেও ততটা কঠিন নয়, একটু মনোযোগ দিলেই পারবেন।
advertisement
‘0’ কোথায় আছে নিশ্চয়ই বুঝেছেন? এই চ্যালেঞ্জটি খুব জটিল, এটি অনেকেই সমাধান করতে পারেনি। কিন্তু আপনি কি উত্তর পেয়েছেন? যদি না খুঁজে পান তাহলে আপনার জন্য রইল ইঙ্গিত। ছবির নীচের দিকে দেখুন।
advertisement
আশা করি এতক্ষণে আপনি অবশ্যই ‘0’ খুঁজে ফেলেছেন। তবে এখনও যদি উত্তরটি না পেয়ে থাকেন, তবে আপনার জন্য রইল উত্তর।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: 'Q '-এর ভিড়ে লুকিয়ে '0'! ১০ সেকেন্ডে পারবেন খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই ডাহা ফেল
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement