Optical Illusion : সারি সারি N ভিড়ে লুকিয়ে আছে H! ৬ সেকেন্ডে খুঁজে পেলেই হবে বাজিমাত

Last Updated:

Optical Illusion : লাল রঙের ব্যাকগ্রাউন্ডের উপর সাদা রঙ লেখা রয়েছে ‘N’, আর এই সবের মধ্যে একটা ‘H’ এমন ভাবে মিশে রয়েছে যে তা খুঁজে বের করা কঠিন হয়ে উঠতে পারে। এবার এই এত ‘N’ ভিড়ে ‘H’ কে খুঁজতে হবে।

অপটিক্যাল ইলিউশন : দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় রঙের ছড়াছড়ি। লাল রঙের ব্যাকগ্রাউন্ডের উপর সাদা রঙ লেখা রয়েছে ‘N’, আর এই সবের মধ্যে একটা ‘H’ এমন ভাবে মিশে রয়েছে যে তা খুঁজে বের করা কঠিন হয়ে উঠতে পারে। এবার এই এত ‘N’ ভিড়ে ‘H’ কে খুঁজতে হবে।
advertisement
এটি ফ্রেশারস লাইভে শেয়ার করেছে, ব্রেনটিজার বিশেষজ্ঞ। লোকেরা এই ছবির সর্বত্র ‘N’ দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে ‘H’ খুঁজতে হবে। তবে এটি আপনাকে মোট ৬ সেকেন্ডে ‘H’ খুঁজতে হবে এবং এটাই চ্যালেঞ্জ।
advertisement
আপনি কী খুঁজে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি ইঙ্গিত রইল। ইঙ্গিতটি হল যে আপনি এটিকে ডান দিকে সন্ধান করুন।
advertisement
আপনি যদি ইতিমধ্যে এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করে থাকেন তবে অভিনন্দন, তবে আপনি যদি তা করতে না পারেন তবে আপনি ছবিতে উত্তরটি দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion : সারি সারি N ভিড়ে লুকিয়ে আছে H! ৬ সেকেন্ডে খুঁজে পেলেই হবে বাজিমাত
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement