Viral Video: বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিলেন স্ত্রী, তারপরই খাটের এ কী পরিণতি! ভিডিও দেখলে চমকে উঠবেন

Last Updated:

Viral Video: সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গেলেই এ হেন সিঙ্গল বা কালেকশন প্র্যাঙ্ক ভিডিও আমাদের সবার চোখের সামনেই ভেসে ওঠে।

#নয়াদিল্লি: সব সময়ে সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। অনেকেই এর তীব্র নিন্দা করে থাকেন। কিন্তু বাস্তব যা-ই হোক, এটা অস্বীকার করার উপায় নেই যে প্র্যাঙ্ক ভিডিও দিন কে দিন আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গেলেই এ হেন সিঙ্গল বা কালেকশন প্র্যাঙ্ক ভিডিও আমাদের সবার চোখের সামনেই ভেসে ওঠে।
এবারে যে ভিডিওটি এসেছে আলোচনার কেন্দ্রে, তা কিন্তু ভেসে ওঠার নয়, বরং সামান্য পরিমাণে হলেও ডুবে যাওয়ার! যেখানে শোয়ার খাট হয়ে যাচ্ছে সুইমিং পুল, এক মুহূর্তেই বদলে যাচ্ছে ঘরের চেহারা। স্ত্রীর সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে এমনই কান্ড ঘটালেন স্বামী। সেই ভিডিও ইন্টারনেটে আপলোড করতে না করতেই ভাইরালও হয়ে গিয়েছে। নেটাগরিকরা এই ভিডিও দেখে আপাতত হেসে খুন।
advertisement
advertisement
এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে রসিকতা এবং তাঁকে অপ্রস্তুত করার অভিপ্রায়ে রাতারাতি বদলে দিলেন ঘরের খাট। এই ভিডিও ক্লিপটি এখনো পর্যন্ত ৯ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং অসংখ্য মানুষ এই ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করেছেন।
advertisement
ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ফিগেন নামের একজন ব্যবহারকারী তাঁর ট্যুইটারে পোস্ট করেছেন। কয়েক সেকেন্ডের ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি খাটকে এদিক-ওদিক বদলে নিয়ে বানিয়ে ফেলেছেন একটি জলজ্যান্ত সুইমিং পুল। পুলটিকে সাধারণ খাটের মতো বানাতে এর ওপরে একটি বিছানার চাদর টেনে দিয়ে কিছু বালিশও রেখে দেন। এর পর তার স্ত্রী শীঘ্রই ঘরে ঢুকে খাটে শরীর এলিয়ে দিতেই বিপদ। বলা বাহুল্য, সরাসরি জলে পড়ে যান তিনি।
advertisement
https://twitter.com/TheFigen/status/1544288982401536000?s=20&t=sNS1fxwS5CFJf6LorLUxEg
ভিডিওটি আপলোড করার সময়, ‘নিষ্ঠুর হাজব্যান্ড’ ক্যাপশন ব্যবহার করা হয়েছে।
অনেক নেটাগরিকরাই এই ভিডিও দেখে খুবই আনন্দ পেয়েছেন। বিশেষ করে পুরুষরা এই প্র্যাঙ্ক দেখে হেসেই খুন। এক ব্যক্তি প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘হোয়াট আ লেজেন্ড’! আবার কেউ কেউ স্বামীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ব্যস! আজকেই আপনার শেষ রাত’ বা ‘আপনি এখনও বেঁচে আছেন কীভাবে?’ বা ‘আপনি এখনও বেঁচে আছেন এটাই অবাক করার মতো ব্যাপার’। অন্য আরেক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘একেই বলে আসল ভালোবাসা!’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিলেন স্ত্রী, তারপরই খাটের এ কী পরিণতি! ভিডিও দেখলে চমকে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement