বীভৎস! স্ত্রীর মৃতদেহ বাইকে করে নিয়ে যাচ্ছেন স্বামী, ভিডিও দেখে শিউরে উঠল গোটা দেশবাসী!

Last Updated:

প্রথমে কেউ সাহায্যের জন্য এগিয়ে না এলেও পরে বেশ কয়েকজন অমিতকে মোটরসাইকেলে করে লাশ বহন করতে দেখে থামানোর চেষ্টা করেন। ঝামেলার ভয়ে অমিত থামতে রাজি হননি বলে জানা গিয়েছে।

News18
News18
নাগপুর: সম্প্রতি এক অস্বস্তিকর রিল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি তাঁর মোটরসাইকেলের পিছনে বেঁধে এক নারীর মৃতদেহ বহন করে নিয়ে চলেছেন। নাগপুর থেকে এই অস্বস্তিকর ভিডিও প্রকাশ্যে এসেছে। রবিবার দুপুর ১২টা নাগাদ দেওলাপার পুলিশ এলাকার অধীনে মোরফাতা এলাকার কাছে নাগপুর-জবলপুর জাতীয় মহাসড়কে এই ঘটনা ঘটেছে।
দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গিয়ারসি অমিত যাদব নামে ওই মহিলা ঘটনাস্থলেই মারা যান। বার বার সাহায্যের জন্য আবেদন উপেক্ষিত হওয়ায় স্বামী অমিত যাদব কার্যতই অসহায় হয়ে পড়েন।মৃতদেহ পরিবহণের জন্য কোনও সাহায্য না পেয়ে হতাশ অমিত অগত্যা তাঁর স্ত্রীর দেহ নিজের দুই চাকার গাড়িতেই বেঁধে মধ্যপ্রদেশে তাঁদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই দম্পতি মধ্যপ্রদেশের সিওনি জেলার বাসিন্দা হলেও গত ১০ বছর ধরে নাগপুরের কোরাডির কাছে লোনারায় বসবাস করতেন। করণপুর যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
প্রথমে কেউ সাহায্যের জন্য এগিয়ে না এলেও পরে বেশ কয়েকজন অমিতকে মোটরসাইকেলে করে লাশ বহন করতে দেখে থামানোর চেষ্টা করেন। ঝামেলার ভয়ে অমিত থামতে রাজি হননি বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিওটি তুলেছে হাইওয়ে পুলিশ। পরে পুলিশ মহিলার দেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য নাগপুরের মায়ো হাসপাতালে পাঠায়। ঘটনাটি ক্ষোভের জন্ম দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বীভৎস! স্ত্রীর মৃতদেহ বাইকে করে নিয়ে যাচ্ছেন স্বামী, ভিডিও দেখে শিউরে উঠল গোটা দেশবাসী!
Next Article
advertisement
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! 'অন্ধকারে অনেক বদমাশ যেমন গাছতলায় বসে থাকে'... ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! অন্ধকারে বিপদের আশঙ্কা ঘুচবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা উন্নতির আশ্বাস দিয়েছেন.

  • নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধন করলেন মমতা, বিনামূল্যে চিকিৎসা পাবেন মানুষ.

  • SSKM-এ অরগ্যান ব্যাঙ্ক স্থাপনের পরিকল্পনা, ভবিষ্যতে হার্ট ও কিডনির ব্যাঙ্কও হবে.

VIEW MORE
advertisement
advertisement